ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণার সম্ভাব্য সময়

২০২৩ ডিসেম্বর ২৮ ১৪:৩৬:২০
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণার সম্ভাব্য সময়

ত্রীড়া প্রতিবেদক : ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২৬ বিশ্বকাপের আয়োজন নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে। ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

ইতোমধ্যে বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে ফিফা। এ ছাড়া স্বাগতিক শহরগুলোর ভেন্যুও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এবার কেবল ম্যাচের সূচির অপেক্ষা।

জানা গেছে, এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই আসরে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো ১২টি গ্রুপে ভাগ হয়ে ৪টি করে দলে প্রতি গ্রুপ নির্ধারণ করা হবে।

প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল ও ১২টি গ্রুপ থেকে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা ৮ দল রাউন্ড অব থার্টি টু পর্বে চলে যাবে। এরপর রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের পর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ হবে।

এবার চ্যাম্পিয়ন দল আগের আসরের চেয়ে ১ ম্যাচ বেশি; অর্থাৎ ৮ ম্যাচে খেলবে। সব মিলিয়ে মোট খেলা ৬৪ ম্যাচ থেকে বেড়ে ১০৪ ম্যাচ হবে। ২০২৬ সালের ১১ জুন বিশ্বকাপের খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। মোট ৫৬ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৯ জুলাই।

এদিকে ২০২৬ বিশ্বকাপের আসরটি তিন দেশের মোট ১৬টি মাঠে অনুষ্ঠিত হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি মাঠে গড়াবে বিশ্বকাপের ম্যাচগুলো।

অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হতে এখনও অনেক দেরি। তবে ম্যাচের সূচি পেলে স্বাগতিক শহরগুলো সেভাবে তাদের পরিকল্পনা সাজাতে পারবে। এতে কোন ম্যাচ কখন হবে, তা নিয়ে কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যাবে। বিশেষ করে উদ্বোধনী, নক-আউট রাউন্ড ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলো নিয়ে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা যাবে।

গুঞ্জন উঠেছে, আগামী জানুয়ারিতে ঘোষণা করা হতে পারে ম্যাচ সূচি।

তবে ২০২৬ বিশ্বকাপের সূচি প্রকাশ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফিফা। যদিও কানসাস সিটির বিশ্বকাপ আয়োজক সংস্থার প্রধান নির্বাহী ক্যাথেরিন হোলান্ডের আশাবাদ, জানুয়ারির শুরুতেই সূচি হাতে পাবে তারা।

হোলান্ডের ভাষ্যমতে, আমার কাছে মনে হয় না, এ বিষয়ে তারা আর বেশি দেরি করবে। বিশেষ করে স্বাগতিক শহরগুলো নিজেদের প্রস্তুতি দেখিয়ে আয়োজক সংস্থার কাছে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে চাইবে, আর এজন্য ম্যাচ অনুযায়ী নিজেদের প্রস্তুত করে তোলার একটি বিষয় আছে।

তিনি বলেন, এখানে তহবিল সংগ্রহের বিষয়টিও জড়িত। আমি বিশ্বাস করি, সংশ্লিষ্টরা এই ব্যাপারটি অবশ্যই বুঝতে পারবে।

শেয়ারনিউজ, ২৮ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে