ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

কানাডায় বাংলাদেশি সংগঠনের উদ্যোগে বড়দিন উদযাপিত

২০২৩ ডিসেম্বর ২৮ ১২:১৮:১৩
কানাডায় বাংলাদেশি সংগঠনের উদ্যোগে বড়দিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : বিপুল উৎসাহ উদ্দীপনায় কানাডায় বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশি কানাডিয়ানদের সংগঠন ক্যাথলিক এসোসিয়েশন অব অন্টারিওর উদ্যোগে শুভ বড়দিন উদযাপিত হয়েছে।

টরন্টোর ওভারলি ব্লুভার্ডের সেন্ট ক্লেমেন্ট অব অর্চিড ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত এই আয়োজনে অন্টারিওর বিভিন্নস্থান থেকে সাড়ে চার শতাধিক বাংলাদেশি খ্রিস্টান ধর্মাবলম্বী এতে অংশ নেন।

খ্রিস্টযাগ (প্রার্থনা সঙ্গীত) দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। ফাদার জেভিয়ার টমাস খ্রিস্টযাগ এ পৌরহিত্য করেন। প্রার্থনা সঙ্গীতের পর শুরু হয় বড় দিনের আনন্দ আয়োজন।

বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনন্দ আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অমিত থিওটোনিয়াস গোমজ। পুরো আনন্দ আয়োজনটি সঞ্চালনা করেন জুলিয়ানা রিনি ডি’ক্রুজ এবং জ্যাকুলিন রোজারিও।

সংগঠনের বর্তমান সভাপতি অমিত থিওটোনিয়াস গোমজ, ভাইস প্রেসিডেন্ট জ্যাকুলিন রোজারিও ও সেক্রেটারি অর্পা ডি’ক্রুজ বর্তমান ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বড় দিনের কেক কাটেন। সমবেতকণ্ঠে বড়দিনের গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। পরে বড়দিন উপলক্ষে প্রকাশিত বার্ষিক ম্যাগাজিন ‘আবাহন’ এর মোড়ক উন্মোচন করা হয়।

গভীর রাত পর্যন্ত বড়দিনের এই আনন্দ আয়োজনে গান, নৃত্য, ম্যাজিক প্রদর্শন সমবেত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে অনুষ্ঠানস্থলে সান্তার আগমন এবং শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল খ্যাতিমান শিল্পী রনি প্রেন্টিস রয় এর সঙ্গীত পরিবেশনা। শুদ্ধ সঙ্গীতের শিল্পী হিসেবে পরিচিত রনি প্রেন্টিস রয় দীর্ঘদিন পর টরন্টোর মঞ্চে গান পরিবেশন করেন এবং দশৃশক শ্রোতাদের মুগ্ধ করেন।

শিল্পীর গানের আগে তার পরিচিতি তুলে ধরেন টরন্টোর বিশিষ্ট সংস্কৃতি কর্মী ভিক্টর গোমজ। অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাকে উত্তরীয় এবং ফুল দিয়ে সম্ভাাষণ জানান। শিল্পীকে যন্ত্রাংশে সহায়তা করেন যথাক্রমে রনি পালমার, রুপতনু শর্মা, আবির দাশ এবং জন গোমস।

শেয়ারনিউজ, ২৮ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে