ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

ফ্রান্সে বাংলাদেশি ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু

২০২৩ ডিসেম্বর ২৭ ০৭:৩৮:২৯
ফ্রান্সে বাংলাদেশি ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশি ক্রিকেট ক্লাব ভিল জুইফ সুপার কিংস। মেধাবী ও দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যেই নতুন সংগঠটির গঠন করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হলে কেক কাটা, আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করে ক্লাবটি। এই সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবটির সভাপতি কামাল সিকদার।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের অধিনায়ক সজিবুল ইসলাম। বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমদ চৌধুরী, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্র্যান্ট সলিউশন সংস্থার পরিচালক ওবায়েদুল্লাহ কয়েস, ইব্রাহিম হাসান, একুশ উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হক স্বপন।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন রাব্বানী খান, ওবায়দুল ইসলাম রিয়াদ, আমজাদ সিন্ধু, আসাদুজ্জামান সুমন, কামাল পাশা, জুবায়ের আহমদ, আতাউর রহমান, উজ্জ্বল খান, নাজমুল কবির, মোশাররফ হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক লিটন মল্লিক, ট্রেজারার ইমরান শিকদার, ম্যানেজার ফখরুল ভুইয়া, শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, ফ্রান্সের ক্রিকেটে বাংলাদেশি খেলোয়াড়দের অনেক সুনাম রয়েছে। এতে দুদেশের মধ্যে কূটনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া সম্পর্ক উন্নয়ন হবে।

ক্লাবের সভাপতি কামাল সিকদার বলেন, ক্রিকেট বাংলাদেশিদের রক্তের সঙ্গে মিশে আছে। তাই ফ্রান্সে এখন বেশ কয়েকটি বাংলাদেশি ক্রিকেট ক্লাব গড়ে উঠেছে। ভবিষ্যতে ফ্রান্সের জাতীয় দলে জায়গা করে নেবে আমাদের ক্লাব খেলোয়াড়রা।

ইতোমধ্যে ফ্রান্সের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন। আগামীতে বাংলাদেশি খেলোয়াড়রা তাদের দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ফ্রান্স ক্রিকেটকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে