ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

কানাডায় বিএনপির বিজয় দিবস উদযাপন

২০২৩ ডিসেম্বর ২৭ ০৭:৩১:৪২
কানাডায় বিএনপির বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে কানাডার মন্ট্রিয়লে আলোচনা সভার আয়োজন করেছে ক্যুইবেক প্রাদেশিক শাখা বিএনপি। গত সোমবার (২৫ ডিসেম্বর) রাতে মন্ট্রিয়ল নগরীর একটি রেস্তোরাঁয় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্যুইবেক প্রাদেশিক শাখা বিএনপির সভাপতি আবদুল মান্নান। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।

আলোচনা সভার শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ফয়সল চৌধুরী বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন, যেভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন জজ ওয়াশিংটন ঠিক তেমনভাবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন। জিয়াউর রহমান যদি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব না দিতেন, সামরিক বাহিনীকে যদি পাকিস্তানিদের বিরুদ্ধে না দাঁড় করাতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না।’

ফয়সল চৌধুরী আরও বলেন, ‘বতর্মান বাংলাদেশের সরকার নির্বাচনের নামে খুন, রাহাজানি, জেল, জুলুম দিয়ে স্বৈরশাসন শাসন প্রতিষ্ঠা করেছে, ভুয়া নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে, যার প্রতি সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই।’ তিনি নির্বাচন বয়কট করে তারেক রহমানের অসহযোগ আন্দোলনে যোগ দিতে দেশবাসীকে আহ্বান জানান।

শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে