ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

নিউইয়র্কে প্রবাসী আইনজীবীদের নতুন সংগঠন

২০২৩ ডিসেম্বর ২৫ ১৪:৪৭:০৩
নিউইয়র্কে প্রবাসী আইনজীবীদের নতুন সংগঠন

নিজস্ব প্রতিবেদক : ‘আমেরিকা-বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন ইউএসএ’ নামে নতুন একটি সংগঠন গঠন করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি আইনজীবীরা।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সম্প্রতি অনুষ্ঠিত এক সভা থেকে সংগঠনটি তাদের নতুন কমিটি ঘোষণা করে।

১৫ সদস্যের কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ আলী বাবুল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম। কমিটিতে রয়েছে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ।

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সহ সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শিউলি পারভীন, কোষাধ্যক্ষ ফিরোজা আক্তার ন্যান্সি, সাংগঠনিক সম্পাদক পর্না ইয়াসমীন, প্রচার সম্পাদক নূর ফাতেমা, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ পারভীন, সমাজকল্যাণ সম্পাদক ফাহিমা নাজনীন নিশা, দপ্তর সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম, আইন সহায়তা ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, কার্যকরী সদস্য এটিএম শাহ আলম ও আবিদুর রহমান।

অন্যদিকে উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন– দস্তগীর জাহাঙ্গীর, মোহাম্মদ এন মজুমদার, আবুল কালাম আজাদ তালুকদার, মোর্শেদা জামান ও জাকির মিয়া।

নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, সনদ নিয়ে বিরোধের জেরেই ‘বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’ ভেঙে নতুন এ সংগঠনের সৃষ্টি। সনদের বিরোধিতা করে সংগঠনের সাধারণ সভা থেকে বের হয়ে পরবর্তীতে সমঝোতার চেষ্টা করেও কোনো উত্তর না পেয়ে আমরা অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছি।

শেয়ারনিউজ, ২৫ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে