ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

গণমাধ্যমকর্মীদের উদ্যোগে ফ্রান্সে বিজয় দিবসের ব্যাপক আয়োজন

২০২৩ ডিসেম্বর ১৬ ১৫:৪৩:২৪
গণমাধ্যমকর্মীদের উদ্যোগে ফ্রান্সে বিজয় দিবসের ব্যাপক আয়োজন

নিজস্ব প্রতিবেদক : গণমাধ্যমকর্মীদের সংগঠন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের কাছে দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বিজয়ের প্রকৃত ইতিহাস তুলে ধরার লক্ষে বিজয় দিবসের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় প্যারিসের উপকণ্ঠ ক্যাথসিমার বটতলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে থাকবে জাতিকে পরাধীনতার শৃঙ্খল মুক্তের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস সম্পর্কে বিশেষ আলোচনা। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলাদেশ ও বিজয় দিবস সম্পর্কে শিশুদের বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সবশেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রস্তুতি সভায় সংগঠনের প্রধান সাংবাদিক আবু তাহির বলেন, ‘ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্ম দেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভুলতে বসেছে। এদের মধ্যে একটা বিরাট অংশ এসব জানা তো দূরের কথা বাংলা ভাষায় কথা বলতেও আগ্রহ প্রকাশ করে না। তাদের মধ্যে বাংলাদেশ ও বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখতেই আমাদের এ আয়োজন।’

শেয়ারনিউজ, ১৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে