ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

মালয়েশিয়ায় প্রবাসীদের সরাসরি পাসপোর্ট সংগ্রহের সুযোগ

২০২৩ ডিসেম্বর ০৫ ১০:২৯:৩৮
মালয়েশিয়ায় প্রবাসীদের সরাসরি পাসপোর্ট সংগ্রহের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি ‘রিক্যালিব্রেশন ২.০’ শেষ হবে ৩১ ডিসেম্বর। এ সময়ের মধ্যে যাতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নাম নিবন্ধন করতে পারেন, সেই লক্ষ্যে পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার ও কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউজ থেকে যৌথভাবে সরাসরি পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে মিশনের পাসপোর্ট বিভাগ।

সরাসরি পাসপোর্ট সংগ্রহকারীদের ১২ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া ২৭ ও ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা।

এক্ষেত্রে সরাসরি পাসপোর্ট সংগ্রহকারীদের যথাক্রমে ২০ ও ২১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। পাসপোর্ট নির্ধারিত স্থান থেকে সংগ্রহেওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট বিতরণ করা হবে না।

শেয়ারনিউজ, ০৫ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে