ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

প্রকৌশল খাতে আয় কমেছে ৬ কোম্পানির

২০২৩ নভেম্বর ২১ ১৭:১৪:৩০
প্রকৌশল খাতে আয় কমেছে ৬ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে এই পর্যন্ত ২৯টি কোম্পানি (জুলাই-সেপ্টেম্বর’২৩) প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরমধ্যে আয় বেড়েছে ১২টির, কমেছে ৬টির এবং লোকসানে রয়েছে ১১টির। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিগুলোর অনিরিক্ষীত প্রান্তিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আয় কমা ৬ কোম্পানি হলো- এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, কে অ্যান্ড কিউ, কেডিএস এক্সেসরিজ, নাভানা সিএনজি এবং বিডি অটোকারস লিমিটেড

কে অ্যান্ড কিউ

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ১৪ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৮ পয়সা।

এস. আলম স্টিলস

প্রথম প্রান্তিকে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১২ পয়সা। অর্থা’ৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ৯ পয়সা।

বেঙ্গল উইন্ডসোর

প্রথম প্রান্তিকে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১৬ পয়সা। অর্থা’ৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ১ পয়সা।

কেডিএস এক্সেসরিজ

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেকোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭০ পয়সা। অর্থা’ৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ২০ পয়সা।

নাভানা সিএনজি

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৪ পয়সা। অর্থা’ৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ১ পয়সা।

বিডি অটোকারস

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ২৯ পয়সা। অর্থা’ৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ২২ পয়সা।

শেয়ারনিউজ, ২১ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে