ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিবিধ খাতে ডিভিডেন্ড বেড়েছে ২টির, অপরিবর্তিত ৩টির

২০২৩ নভেম্বর ১৯ ১৭:১২:১২
বিবিধ খাতে ডিভিডেন্ড বেড়েছে ২টির, অপরিবর্তিত ৩টির

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের ১৪টি কোম্পানির মধ্যে গত অর্থবছরে ২টি কোম্পানির ডিভিডেন্ড বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে ৩টির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড বৃদ্ধির কোম্পানি ২টি হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড-বিএসসি এবং ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস।

ডিভিডেন্ড অপরিবর্তিত থাকা কোম্পানি ৩টি হলো- জিকিউ বলপেন লিমিটেড, আমান ফিড লিমিটেড এবং বার্জার।

বাংলাদেশ শিপিং কপোরেশন-বিএসসি

৩০ জুন, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।

সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির ২৪৬ কোটি ২৯ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। এতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১৫ পয়সা। যা আগের বছর ইপিএস ছিল ১৪ টাকা ৮০ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সা। আগের বছর যা ছিল ৭২ টাকা ৫২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ছিল ৭ নভেম্বর।

ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস

৩০ জুন, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ২০ শতাংশ।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ২২ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫ টাকা ৯ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

আমান ফিড

কোম্পানিটি পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ পয়সা। যা আগের অর্থবছরে একই সময়ে ছিল ৮৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৩৭ পয়সা। আগের বছরে যা ছিল ২৮ টাকা ৫২ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

জিকিউ বলপেন

৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ২ টাকা ৬৫ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

বার্জার পেইন্টস

কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬২ টাকা ৬৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭৯ টাকা ৭৮ পয়সা। আগের বছর যা ছিল ২২৭ টাকা ৩৯ পয়সা।

শেয়ারনিউজ, ১৯ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে