ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ভারতের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

২০২৩ নভেম্বর ১৬ ২০:৫৪:১৬
ভারতের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : শুনলে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু এটাই সত্যি। অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র এক ম্যাচ দূরে ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে দুরমুশ করে দিয়েছেন ম্যান ইন ব্লুরা।

ব্যাটে-বলে স্বাগতিকদের অপ্রতিরোধ্য ফর্ম আরও একবার দেখা গেছে ওয়াংখেড়েতে। এদিন প্রথমে ব্যাটিং করে ৩৯৭ রান তুলেছিল ভারত। সেই রান তাড়া করতে গিয়ে ৩২৭ রানে থামে কিউইরা।

কিন্তু ভারতের এই দাপুটে জয়ে সন্দেহ প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বখত। স্বাগতিকদের বিরুদ্ধে টসে জালিয়াতির অভিযোগ আনলেন তিনি।

পাকিস্তানের এক টিভি শোতে সিকান্দার বখত বলেন, ’রোহিত কারচুপি করেছেন টসে।’ তার এই বক্তব্য, ‘যেভাবে রোহিত টসের সময় কয়েন অনেকটা দূরে ছুড়ছে, সেটা সন্দেহজনক। অন্য ক্যাপ্টেনরা দেখতে পাচ্ছে না। যেটা অন্য ক্যাপ্টেনদের ক্ষেত্রে হচ্ছে না। কোনো কারণ রয়েছে কী?’

উপমহাদেশের উইকেটে এমনিতে টস ম্যাচের ফলাফলের অন্যতম নির্ণায়ক ফ্যাক্টর। পিচের চরিত্র অনুযায়ী সবাই শুরুতে ব্যাটিং নিতে পছন্দ করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্লাডলাইটে শিশির বোলারদের কাছে আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।

ভারত কি সেই সুবিধা নেওয়ার জন্যই টসে কারচুপি করছে? এমন জল্পনাই এবার উস্কে দিলেন সিকান্দার।

শেয়ারনিউজ, ১৬ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে