ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ভালো খেলার পরও বেতন বন্ধ নারী ক্রিকেটারদের

২০২৩ নভেম্বর ১৩ ১১:৪৯:৩৯
ভালো খেলার পরও বেতন বন্ধ নারী ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিবেদক : ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্রিকেট মাঠে সফল হয়েও দীর্ঘদিন ধরে বেতন ছাড়াই রয়েছেন নেগারা সুলতানা জ্যোতিরা। গত জুনে টিম টাইগ্রেস ২০ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও বাড়তি ও মূল বেতনই পাচ্ছেন না নারী ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টাকার সঙ্কট না থাকলেও ৪ মাস ধরে বন্ধ রয়েছে জ্যোতি-মুরুশিদাদের বেতন। জাতীয় দলের নিয়মিত কয়েকজন নারী ক্রিকেটার বেতন না পাওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে কি কারণে বেতন হচ্ছে না বা কবে নাগাদ হবে এ বিষয়ে কিছুই জানেন না ক্রিকেটাররা।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বেতন না পাওয়া নিয়ে অন্য কোনো ইস্যু নেই। আমাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করার কাজ একটু বাকি ছিল। আর এই কারণেই বেতন বন্ধ রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সব বেতন পরিশোধ করব।’

নারী ক্রিকেটারদের বেতন না হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগ। এক কর্মকর্তা জানান, ‘ক্রিকেটারদের চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। আমরা তালিকা তৈরি করে বোর্ডে জমা দিয়েছি। বোর্ড এখনও চুড়ান্ত অনুমোদন দেয়নি। এজন্য জ্যোতিদের বেতন প্রাপ্তিতে জটিলতা তৈরি হয়। তবে দু এক দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।’

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছেন ২৫ জন ক্রিকেটার। গত জুন মাসে ২০ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টিম টাইগ্রেসদের সর্বোচ্চ বেতন এক লাখ টাকা এবং সর্বনিম্ন ৩০ হাজার।

সম্প্রতি টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

শেয়ারনিউজ, ১৩ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে