ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি

২০২৩ নভেম্বর ১১ ১৭:৪০:৩০
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে ভরাডুবি হয়েছে শ্রীলঙ্কার। ভারতে দলের খারাপ পারফরম্যান্সের কারণে পাঁচ দিন আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে দেওয়া হয়েছিল। পাঁচ দিন আগে অর্জুনা রানাতুঙ্গাকে অন্তর্বর্তী কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে এর দুই দিন না যেতেই দেশটির সর্বোচ্চ আদালতের আদেশে আগের বোর্ড পুনর্বহাল করা হয়। তবে এবার বড় শাস্তির মুখেই পড়ল এসএলসি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। শুক্রবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়ে জানায় আইসিসি।

তাৎক্ষণিক সিদ্ধান্তে এসএলসির সদস্যপদ স্থগিত রেখেছে আইসিসি। আইসিসি বোর্ড গতকাল এ বিষয়ে বৈঠক করে।

এসএলসির প্রতি অভিযোগ, তারা বেশ কিছু গুরুতর নিয়ম ভঙ্গ করেছে। বিশেষ করে স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত বোর্ডে সরকারি হস্তক্ষেপ একেবারে অগ্রহণযোগ্য। শ্রীলঙ্কা ক্রিকেটে সেটিই হয়েছে। এই কারণে আইসিসির এই খড়্গ নেমে আসা। নিষেধাজ্ঞার শর্তগুলো নিয়ে যথাসময়ে আইসিসি বোর্ড সিদ্ধান্ত নেবে।

শেয়ারনিউজ, ১১ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে