ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিভিডেন্ড বেড়েছে খাদ্য খাতের ৬ কোম্পানির

২০২৩ নভেম্বর ০৮ ১৬:৫৬:২৯
ডিভিডেন্ড বেড়েছে খাদ্য খাতের ৬ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৬ কোম্পানির। কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুডস, রহিমা ফুড কর্পোরেশন, জেমিনী সী ফুড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বীচ হ্যাচারি এবং এমারেন্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জেমিনী সী ফুড লিমিটেড

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডিভিডেন্ড বেড়েছে জেমিনী সী ফুডের। ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ এবং বাকী ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টকসহ ৪০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ ডিভিডেন্ড বেড়েছে ৮০ শতাংশ।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৪৭ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৯ টাকা ৬১ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৩ পয়সা।

আগামী ১৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

ফু-ওয়াং ফুডস লিমিটেড

কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ যে অর্ন্তর্বতী ডিভিডেন্ড দিয়েছিল, সেটিই চুড়ান্ত ডিভিডেন্ড হিসাবে ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। অর্থাৎ ডিভিডেন্ড বেড়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ২৬ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা।

আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড

কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২৯ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৩১ পয়সা।

আগামী ১০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ ডিভিডেন্ড বেড়েছে ১৫ শতাংশ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৬ টাকা ৩ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫০ টাকা ১২ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

বীচ হ্যাচারি লিমিটেড

৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ ডিভিডেন্ড বেড়েছে ০.৫০ শতাংশ।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৩ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ২২ পয়সা আয় ছিল।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৫৮ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর, ২০২৩।

এমারেন্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড

৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য আরও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ৫ শতাংশ অর্ন্তর্বতী ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এই নিয়ে কোম্পানিটির মোট ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১০ শতাংশ। আগের অর্থবছরে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ ডিভিডেন্ড বেড়েছে ৮ শতাংশ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ১০ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর, ২০২৩।

শেয়ারনিউজ, ০৮ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে