ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

প্রকৌশল খাতে আশাহত ১৪ কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৩ অক্টোবর ২৯ ১৬:৪৫:৪৯
প্রকৌশল খাতে আশাহত ১৪ কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৪২টি। এর মধ্যে এই পর্যন্ত ২১টি কোম্পানি গত অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোর মধ্যে ডিভিডেন্ড বেড়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির। অন্যগুলোর মধ্যে- ডিভিডেন্ড কমেছে ৯টির, ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হয়েছে ৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৬টির। ডিভিডেন্ড কমে যাওয়া ৯টি এবং ডিভিডেন্ড না দেয়ায় ৪টি মোট ১৩টি কোম্পানির পারফরমেন্স নিয়ে হতাশায় রয়েছেন বিনিয়োগকারীরা।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

কোম্পাানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। গতবছর কোম্পানিটি ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ বেড়েছে ৫০ শতাংশ ডিভিডেন্ড বেড়েছে। কোম্পানির উদ্যোক্তা-ও পরিচালকদের জন্য ৯০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে।

যেসব কোম্পানির ডিভিডেন্ড কমেছে সেগুলো হলো-

বিবিএস ক্যাবলস লিমিটেড

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত বছর দিয়েছি ৮ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৩ শতাংশ। অর্থাৎ ডিভিডেন্ডর পরিমাণ কমেছে ১১ শতাংশ।

নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিভিডেন্ড কমেছে ৭.৫০ শতাংশ।

দেশবন্ধু পলিমার

কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিভিডেন্ড কমেছে ২.৫০ শতাংশ।

বিডি ল্যাম্পস লিমিটেড

কোম্পানিটি গত ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টকসহ মোট ২৭ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিভিডেন্ড কমেছে ১৭ শতাংশ।

মীর আক্তার হোসেন লিমিটেড

কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিভিডেন্ড কমেছে ০.৫০ শতাংশ।

কেডিএস এক্সেসরিজ লিমিটেড

৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড । আগের বছর কোম্পানিটি ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিভিডেন্ড কমেছে ৪ শতাংশ।

আনোয়ার গালভানাইজিং লিমিটেড

কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ ও ৮০ শতাংশ স্টকসহ মোট ১০০শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিভিডেন্ড কমেছে ৯০ শতাংশ।

বিডি অটোকারস লিমিটেড

গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিভিডেন্ড কমেছে ২ শতাংশ।

জিপিএইচ ইস্পাত

৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস। আগের বছর কোম্পানিটি ৫.৫০ শতাংশ ক্যাশ ও ৫.৫০ শতাংশ স্টকসহ মোট ১১ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিভিডেন্ড কমেছে ১ শতাংশ।

যেসব কোম্পানির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে সেগুলো হলো-

বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড

কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

নাভানা সিএনজি লিমিটেড

কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

কাসেম ইন্ডাস্ট্রিস লিমিটেড

৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)

কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ২৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ বছরের ব্যবধানে ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

ন্যাশনাল পলিমার লিমিটেড

কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ বছরের ব্যবধানে ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

ইফাদ অটোস লিমিটেড

৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ বছরের ব্যবধানে ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে বিডি বিল্ডিং সিস্টেমস, রানার অটো, অলিম্পিক এক্সেসরিজ, রেনউইক যজেনশ্বর এবং আজিজ পাইপস লিমিটেড।

শেয়ারনিউজ, ২৯ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে