ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বকাপে ভারতের বিপক্ষে রেকর্ড গড়লেন মুশফিক

২০২৩ অক্টোবর ১৯ ১৯:৩৩:৪৮
বিশ্বকাপে ভারতের বিপক্ষে রেকর্ড গড়লেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে অনন্য রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুশফিক ভারতের বিপক্ষে ক্রিকেট ইতিহাসে তৃতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে হাজার রানের ক্লাবে প্রবেশ করেন।

উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ রান শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমারা সাঙ্গাকারার। ৩৭ ম্যাচে ৩৫ ইনিংসে ১ হাজার ৫৩২ রান তার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট। ৩১ ম্যাচে তিনি করেছেন ১ হাজার ৮৫ রান।

মুশফিকের সামনে চলতি বিশ্বকাপে অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। পাশাপাশি দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্বকাপে হাজার রান করার মালিক এখন মুশফিক। এর আগে বাংলাদেশের পক্ষে প্রথম বিশ্বকাপে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান।

শেয়ারনিউজ, ১৯ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে