ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

আর্জেন্টিনার সংবাদমাধ্যমে বাংলাদেশের জয়ের খবর

২০২৩ অক্টোবর ১৮ ১৮:১৬:২১
আর্জেন্টিনার সংবাদমাধ্যমে বাংলাদেশের জয়ের খবর

নিজস্ব প্রতিবেদক : কাতারে ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ব্যাপক সমর্থন দিয়েছে বাংলাদেশি ফুটবল ভক্তরা। এরপর থেকে লাতিন আমেরিকার দেশটির সঙ্গে লাল-সবুজের দেশটির সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। দুই দেশের সম্পর্কের কারণে আর্জেন্টিনার ফুটবল ক্লাব সোল ডি মায়োতে গিয়েছিলেন টাইগার অধিনায়ক জামাল ভূঁইয়া।

যেমন বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবলের ভক্ত-সমর্থকের অভাব নেই। তেমনি বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনাও পৌঁছে গেছে লিওনেল মেসির দেশে। এবার বাংলাদেশের ফুটবলের খবরও স্থান পেয়েছে দেশটির গণমাধ্যমে।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) ২০২৬ বিশ্বকাপ ফুটবলের প্রাক-প্রাথমিক বাছাই পর্বের ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের এই জয়ের খবর ছেপেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে ফুটবল ইন্টারন্যাশিওনাল’। ওলে শিরোনাম করেছে, ‘বাংলাদেশ: আর্জেন্টিনার বন্ধু নিজেদের বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার বন্ধুরাষ্ট্র বাংলাদেশ মঙ্গলবার এশিয়ান বাছাইয়ের দ্বিতীয় লেগের ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে পরাজিত করেছে। আর সেইসঙ্গে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।

অধিনায়ক জামাল ভূঁইয়ার কথাও উঠে এসেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

তাতে বলা হয়েছে, সোল ডি মায়োর ফুটবলার জামাল ভূঁইয়া যিনি অধিনায়ক হিসেবে ম্যাচ শুরু করেছিলেন, তাকে নিয়ে বঙ্গোপসাগর তীরবর্তী দেশটি ২০২৬ বিশ্বকাপ খেলার পথে বড় এক পদক্ষেপ নিল।

বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যকার পারস্পরিক সম্পর্কের কথাও প্রতিবেদনে তুলে ধরেছে সাংবাদিক মার্কো এস্পেসিটো। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেন দিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টিনার প্রয়াত সাবেক এই কিংবদন্তির অসামান্য নৈপুণ্যের সুবাদে পাওয়া জয়ই বাংলাদেশে আলবিসেলেস্তেদের সমর্থন বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করা হয়েছে ‘ওলে’-এর প্রতিবেদনে।

আগামী ১৭ নভেম্বর বিশ্বকাপের প্রিলিমিনারি বাছাই রাউন্ড দুইয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। মেলবোর্নের অ্যামি পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা।

শেয়ারনিউজ, ১৮ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে