ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
Sharenews24

সংগীতশিল্পী থেকে রাজনীতিবিদ!

২০২৩ অক্টোবর ১৬ ১২:২৫:১২
সংগীতশিল্পী থেকে রাজনীতিবিদ!

বিনোদন ডেস্ক : জীবনমুখী গানের শিল্পী নকুল কুমার বিশ্বাস। গানের মাধ্যমে সমাজের নানা অবক্ষয় তুলে ধরতেন। তার গান সমাজের সমস্যাগুলো তুলে ধরে বলেই তিনি জনপ্রিয়তা পান। কয়েক মাস আগে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন এই সংগীতশিল্পী সংসদ সদস্য নির্বাচিত হতে চান।

যেমন কথা তেমন কাজ। রাজনীতির ময়দানে নেমে পরেছেন তিনি। সেই পোস্টে তার প্রশ্ন ছিল, কোনো রাজনৈতিক টিকিটে নির্বাচন করবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন?

তার প্রশ্নের উত্তর পাওয়া গেছে। তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলে যোগ দেন। যোগ দেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর 'কৃষক শ্রমিক জনতা লীগ'-এ। এ উপলক্ষে গতকাল রোববার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নকুল কুমারের যোগদান অনুষ্ঠানের আয়োজন করে দলটি।

অনুষ্ঠানে এই সঙ্গীতশিল্পী বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি। তিনি গানে গানে বলেন, ‘আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা’।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ ছাড়া আরও বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।

শেয়ারনিউজ, ১৬ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে