ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

তামিম ইস্যু নিয়ে যা বললেন মিশা সওদাগর

২০২৩ সেপ্টেম্বর ২৮ ১২:২৫:৪৪
তামিম ইস্যু নিয়ে যা বললেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক : বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য তামিম ইকবাল খান। তবে বিসিবির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দেশের অনেক ক্রিকেটপ্রেমীরা।

সামাজিকমাধ্যমে নিজেদের মত প্রকাশ করছেন তারা। এই দলে আছেন ঢালিউড খলনায়ক মিশা সওদাগর। তবে তিনি কারও পক্ষ নেননি। এমন কেউ কি নেই যিনি সাকিব-তামিমকে মিলিয়ে দেবেন— প্রশ্ন রেখেছেন তিনি।

ফেসবুকে এই পোস্টে মিশা সওদাগর লিখেছেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে? কারণ একটা কথা তো আমরা সবাই জানি যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সবচেয়ে সম্মান করার বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা। এখানে তামিম সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না। সবার ওপরে দেশ জন্মভুমি, নেতৃত্ব আর ভালবাসা। স্যাক্রিফাইস থাকলে সব-ই সম্ভব। উদাহারণ আমাদের বিজয় ১৯৭১।’

মিশা ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকে তামিম ইস্যুতে কথা বলেছেন নেটমাধ্যমে। বিষয়টি নিয়ে ওমর সানী তো এক হাত নিয়েছেন নির্বাচকদের।

ওমর সানী লিখেছিলেন, ‘আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত। আজকে এমন কী হলো কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমেই নেই। মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।’

শেয়ারনিউজ, ২৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে