ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

তথ্যপ্রযুক্তি খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৭৩ শতাংশ কোম্পানির

২০২৩ সেপ্টেম্বর ২৫ ১৮:৫২:০৫
তথ্যপ্রযুক্তি খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৭৩ শতাংশ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে বিদায়ী মাসে অর্থাৎ আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে আটটি কোম্পানির। যা এই খাতের মোট কোম্পানির প্রায় ৭৩ শতাংশ। অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে তিনটি কোম্পানির। যা এই খাতের মোট কোম্পানির ২৭.২৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগস্ট মাসে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানিগুলোর সর্বোচ্চ ১.২১ শতাংশ থেকে সর্বনিন্ম ০.৫৯ শতাংশ পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া এই আট কোম্পানির মধ্যে রয়েছে অগ্নি সিস্টেমস, আমরা টেকনোলজি, ইনফর্মেশন টেকনোলজি, আমরা নেটওয়ার্ক, বিডিকম, ইনটেক, ইনফর্মেশন সার্ভিসেস এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।

এই আট কোম্পানির মধ্যে চারটি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১ শতাংশের বেশি। বাকি চারটি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে এক শতাংশের কম।

অগ্নি সিস্টেমস

জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১২.৩৮ শতাংশ। আগস্ট মাসে প্রতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে অবস্থান করছে ১৩.৫৯ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.২১ শতাংশ।

আমরা টেকনোলজিস

জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩২.১১ শতাংশ। আগস্ট মাসে প্রতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে অবস্থান করছে ৩৩.২৩ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.১২ শতাংশ।

ইনফরমেশন টেকনোলজি

জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.১৯ শতাংশ। আগস্ট মাসে প্রতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে অবস্থান করছে ১৭.২২ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.০৩ শতাংশ।

আমরা নেটওয়ার্ক

জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.২৬ শতাংশ। আগস্ট মাসে প্রতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে অবস্থান করছে ২৩.২৬ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১ শতাংশ।

বিডিকম

জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬.৬৬ শতাংশ। আগস্ট মাসে প্রতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে অবস্থান করছে ৭.৩৮ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৯৪ শতাংশ।

ইনটেক

জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.১৮ শতাংশ। আগস্ট মাসে প্রতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে অবস্থান করছে ৮.৯০ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৭২ শতাংশ।

ইনফর্মেশন সার্ভিসেস

জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.১৮ শতাংশ। আগস্ট মাসে প্রতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে অবস্থান করছে ৮.৮২ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৬৪ শতাংশ।

জেনেক্স ইনফোসিস

জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৯২ শতাংশ। আগস্ট মাসে প্রতিষ্ঠানিক বিনিয়োগ কমে অবস্থান করছে ২৩.৩৩ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৫৯ শতাংশ।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমা তিন কোম্পানির মধ্যে রয়েছে এডিএন টেলিকম, ডেফোডিল কম্পিউটার এবং ই-জেনারেশন লিমিটেড। কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো।

এডিএন টেলিকম

জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮ শতাংশ। আগস্ট মাসে প্রতিষ্ঠানিক বিনিয়োগ কমে অবস্থান করছে ১৭.৬৬ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৪৪ শতাংশ।

ডেফোডিল কম্পিউটারস

জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৯.৭৮ শতাংশ। আগস্ট মাসে প্রতিষ্ঠানিক বিনিয়োগ কমে অবস্থান করছে ২৯.৩৮ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৪০ শতাংশ।

ই-জেনারেশন

জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩০.৭৩ শতাংশ। আগস্ট মাসে প্রতিষ্ঠানিক বিনিয়োগ কমে অবস্থান করছে ৩০.৫৩ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.২০ শতাংশ।

শেয়ারনিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে