ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ভালো রির্টানের জন্য শেয়ারবাজারে বিনিয়োগ করে বিমা কোম্পানিগুলো

২০২৩ সেপ্টেম্বর ১০ ১৩:১৬:৩৭
ভালো রির্টানের জন্য শেয়ারবাজারে বিনিয়োগ করে বিমা কোম্পানিগুলো

নিজস্ব প্রতিবেদক : চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকতা এস এম জিয়াউল হক বলেন, বিমা কোম্পানিগুলোকে যেখানে বিনিয়োগ করলে ঝুঁকি কম সেখানে বিনিয়োগ করতে হয়। ঝুঁকিমুক্ত বিনিয়োগের প্রধান জায়গা হচ্ছে বন্ড। কিন্ত বন্ড থেকে যে আয় আসে সেটি খুবই অপার্যপ্ত। তাই ভালো রির্টানের জন্য বিমা কোম্পানি শেয়ারবাজারে বিনিয়োগ করে।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরায় প্রতিষ্ঠানটির বিমা খাতে সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সদস্যদের এক প্রশিক্ষণ কর্মশালায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকতা এস এম জিয়াউল হক এই কথা জানান।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকতা জানান, ‘চার্টার্ড লাইফের বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ রিটার্ন আসছে শেয়ারবাজার থেকে।’

তিনি বলেন, বিমা সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে, বিমা কোম্পানির বিরুদ্ধে এমন নেতিবাচক প্রচার প্রচারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মনে রাখতে হবে বিমা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্পদের ঝুঁকি কমিয়ে আনে। ফলে দেশের অর্থনীতি বিকাশে বিমা খাতের গুরুত্ব অপরিসীম। কিন্তু জিডিপিতে বিমার অবদান মাত্র ০.৪ শতাংশ। অর্থনীতি বিকাশে জিডিপিতে বিমার অবদান বাড়াতে হবে।

আইআরএফ সভাপতি গাজী আনোয়ারুল হকের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন। এতে সংগঠনের ২৬ জন সদস্যে অংশ নেন। কর্মশালায় অংশ নেওয়া সদস্যদের বিমা খাতের বিনিয়োগ, রিটার্ন এবং ব্যবস্থাপনা ব্যয় বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

চার্টার্ড লাইফের মূখ্য নির্বাহী কর্মকতা বলেন, ‘নতুন কোম্পানি হিসেবে আমাদের এখনও বড় ধরনের কোনো বিমাদাবি পরিশোধ করতে হয়নি। তবে ২০২৫ সালের পর আমাদের বেশিরভাগ পলিসির মেয়াদ শেষ হবে। তখন আমাদের দাবি পরিশোধে মোটা অংকের অর্থের প্রয়োজন হবে। আমরা সেটিকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি, যাতে চার্টার্ড লাইফ যেকোনো সময় স্বাচ্ছন্দে গ্রাহকের টাকা ফেরত দিতে পারে।’

অর্থনীতিতে বিমার অবদান বিষয়ে আরেক এক প্রশ্নের জবাবে চার্টার্ড লাইফের প্রধান ফাইন্যান্সিয়াল কর্মকর্তা মনজুর আহমেদ বলেন, ‘আমাদের জিডিপিতে বিমার অবদান মাত্র ০.৪ শতাংশ। এই হার বাড়াতে হলে উন্নত দেশের ন্যায় ব্যাংক ইন্সুরেন্সসহ আরও সাত আটটি চ্যানেলে পলিসি বিক্রি করতে হবে।’

কোম্পানিটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, ‘বিমা দাবি পরিশোধের হার ৭০ শতাংশের বেশি। মাত্র দুই তিনটা কোম্পানির কারণে মার্কেটের সুনাম ক্ষুন্ন হচ্ছে। যারা ভালো করছে তাদের বিষয়ে গণমাধ্যম ইতিবাচক সংবাদ পরিবেশন করলে বিমা খাতের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। উল্লেখ্য ডিসেম্বর ২০২২ পর্যন্ত চার্টার্ড লাইফের সম্পদের পরিমাণ ৯৪ কোটি টাকা, লাইফ ফান্ডের আকার ৪৯ কোটি টাকা। ২০২২ সালে চার্টার্ড লাইফ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এটির অনুমোদিত মূলধনের পরিমাণ ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৭ দশমিক ৫০ কোটি টাকা।’

শেয়ারনিউজ, ১০ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে