ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১৫:১২:৫৯
ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত

ক্রীড়া প্রতিবেদক : সাধারণত আইসিসি আয়োজিত যে কোনো ক্রিকেট ইভেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্বে বাংলাদেশিদের দেখা যায় না। আইসিসির গুরুত্বপূর্ণ ম্যাচেও উপস্থিতি থাকেন না এই ক্রিকেট পাগল দেশের আম্পায়ারদের। তবে অবশেষে এবার আইসিসির আসরে বাংলাদেশি আম্পায়ারের উপস্থিতি থাকছে।

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ২০ জনের এই তালিকায় একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ফলে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন।

তবে আজ আইসিসির প্রকাশিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় থাকা আম্পায়াররাই লিগের দায়িত্ব পালন করবেন। আইসিসি এলিট প্যানেল থেকে এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা, দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টক, ইংল্যান্ডের মাইকেল গুহ ও রিচার্ড ইলিংওর্থ, ভারতের নিতিন মেনন, ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলবোরো, অস্ট্রেলিয়ার রড টাকার ও পল রাইফেল, ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, পাকিস্তানের আহসান রাজা ।

এলিট প্যানেলের বাইরে থেকেও আছেন ৪ আম্পায়ার। তারা হলেন বাংলাদেশের শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, অস্ট্রেলিয়ার পল উইলসন, ইংল্যান্ডের অ্যালেক্স হোয়ার্ফ ও নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের জেফ ক্রো, জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট, ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন ও ভারতের জাভাগাল শ্রীনাথ।

উদ্বোধনী ম্যাচের জন্য ম্যাচ কর্মকর্তাদের তালিকাও দিয়েছে আইসিসি। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের প্রথম ও দ্বিতীয় আম্পায়ার হিসেবে থাকবেন নীতিন মেনন ও কুমার ধর্মসেনা। এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন পল উইলসন এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে