ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

৪০ ওভারও টিকে থাকতে পারল না বাংলাদেশ

২০২৩ সেপ্টেম্বর ০৬ ১৯:২৫:০৬
৪০ ওভারও টিকে থাকতে পারল না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের সুপার ফোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব ও উইকেটরক্ষক মুশফিকের অর্ধশতক জুটি সত্ত্বেও পাকিস্তানের বিপক্ষে ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বুধবার (০৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। হারিস রউফ ও নাসিম শাহের গোলে মাত্র ১৯৩ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানের দল।

লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের পেস ত্রয়ী শাহীন, নাসিম ও হারিসের সে তাণ্ডবে বিভ্রান্তিতে পড়ে টাইগাররা। প্রথম পাওয়ারপ্লেতে ৪৭ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে সাকিব বাহিনী। গোল্ডেন ডাক নিয়ে নাসিমের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। চোট কাটিয়ে দলে ফিরেন লিটন দাস এবং ১৬ রানে আউট হন। ওপেনার নাঈম শেখ ও তাওহীদ হৃদয় আউট হলে বাংলাদেশ ৪ উইকেট হারায় ৪৭ রানে।

দলকে ব্যাটিং বিপর্যয় থেকে টেনে আনেন সাকিব ও মুশফিক। পঞ্চম উইকেটে একশ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। পঞ্চাশের পর সাকিব ৫৩ রানে আউট হন ফাহিম আশরাফের বলে। এর আগে ক্যারিয়ারের ৫৪তম ফিফটি পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক। আরেক ব্যাটসম্যান মুশফিকও ক্যারিয়ারের ৪৭তম ফিফটি তুলে নিয়ে সাজঘরে ফেরেন ৬৪ রান করে।

সাকিব ও মুশফিকের বিদায়ের পর পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের টেল এন্ডাররা। মাত্র ৩ রান তুলতেই বাকি তিন উইকেট হারায় বাংলাদেশ। ফলে ৩৮ দশমিক ৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের পক্ষে হারিস রউফ মাত্র ১৯ রানে চারটি উইকেট নেন। নাসিম শাহ ৩টি এবং শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ ও ইফতিখার আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

শেয়ারনিউজ, ০৬ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে