ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সামনে শেয়ারবাজার ইতিবাচক হবে, প্রত্যাশা বিনিয়োগকারীদের

২০২৩ সেপ্টেম্বর ০৩ ২০:১৩:৩৫
সামনে শেয়ারবাজার ইতিবাচক হবে, প্রত্যাশা বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের উত্তাপ, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে আগস্ট মাসের শুরুতে ইতিবাচক শেয়ারবাজার দ্বিতীয় সপ্তাহে থেকে নেতিবাচক ধারায় টার্ন নেয়। এই সময়ে সূচক পতনের সঙ্গে লেনদেনও নেমে আসে তলানিতে।

নেতিবাচক এই প্রবণতা আগস্টের তৃতীয় সপ্তাহে আরও ঘনীভূত হয়। তবে শেষ সপ্তাহে শেয়ারবাজার কিছুটা ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। এই সময়ে বাজারের আচরণ ছিল পরিপক্ক। সেপ্টেম্বরের প্রথম কর্মদিবস আজ রোববার বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখে বিনিয়োগকারীদের মুখে প্রত্যাশার কথা শোনা যায়।

এদিকে, বাজারের ধারাবাহিক পতন ঠেকাতে গত ১৭ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাজারসংশ্লিষ্টদের সঙ্গে শেয়ারবাজার নিয়ে জরুরি বৈঠকে বসে। সেখানে অংশ নেন অ্যাসেট ম্যানেজার, ফান্ড ম্যানেজার প্রতিষ্ঠান, শীর্ষস্থানীয় ব্যাংক ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিসহ বাজারসংশ্লিষ্টরা।

ওই বৈঠকে নিয়ন্ত্রক সংস্থা সব পক্ষকে বাজারের জন্য ইতিবাচক ভূমিকা রাখা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এরপর থেকেই খানিকটা স্বস্তি ফিরতে দেখা যায় শেয়ারবাজারে। যার প্রতিফলন দেখা গেছে শেষ সপ্তাহেও। গত কয়েক মাসের শেষ সপ্তাহ অস্বস্তিতে কাটলেও আগস্টে ছিল তার ব্যতিক্রম। যে সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ২২৮ কোটি টাকা, অর্থাৎ গড়ে প্রতিদিন লেনদেন ছিল প্রায় ৪৪৬ কোটি টাকা। ডিএসইর আকারে লেনদেন স্বস্তিদায়ক না হলেও তার আগের সপ্তাহের তুলনায় তা ছিল প্রায় ২ শতাংশ বেশি। লেনদেনের পাশাপাশি এই সপ্তাহে কিছুটা বেড়েছে প্রধান সূচক ডিএসইএক্সও। গত সপ্তাহ শেষে প্রধান সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৩০০ পয়েন্ট ছুঁইছুঁই। যে সপ্তাহে ডিএসইএক্স বেড়েছে প্রায় ২০ পয়েন্ট। এই সপ্তাহে খানিকটা বেড়েছে বাজার মূলধনও। শুধু তা-ই নয়, আগস্ট মাসে প্রায় তিন হাজার নতুন বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব চালু হয়েছে। যার ফলে মোট বিও হিসাবের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৬ হাজার ৯৬১টিতে।

বাজারসংশ্লিষ্ট অনেকের মুখেই শোনা যায়, নির্বাচনের আগে সরকার বাজার ভালো রাখার চেষ্টা করবে। বিনিয়োগকারীরা বলছেন, শেয়ারবাজার দিনের পর দিন নেতিবাচক থাকা অযৌক্তিক। তাদের মতে, একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন, জিডিপির ভালো প্রবৃদ্ধি থাকার পরও শেয়ারবাজারের এমন আচরণ মেনে নেয়া যায় না।

বিনিয়োগকারীরা বলছেন, ‘বিশ্বব্যাংক আইএমএফের মতো সংস্থাও বলছে বাংলাদেশের অর্থনীতি ভালোভাবে এগোচ্ছে, তাহলে প্রশ্ন দিনের পর দিন শেয়ারবাজার নেতিবাচক কেন?’

এদিকে, আগামী ১৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কক্সবাজারে সী পার্ল রিসোর্টে অ্যাসেট ম্যানেজার, ফান্ড ম্যানেজার প্রতিষ্ঠান, ব্যাংক ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। উদ্দেশ্য বাজারে তাদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি করা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে সক্রিয় করা গেলে বাজার অবশ্যই ইতিবাচক ধারায় সামনে অগ্রসর হবে।

শেয়ারনিউজ, ০৩ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে