ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

তিন খাতের শেয়ারে মনযোগ বিনিয়োগকারীদের

২০২৩ সেপ্টেম্বর ০৩ ১৮:১৯:০৮
তিন খাতের শেয়ারে মনযোগ বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভূক্ত তিন খাতের শেয়ারে বিনিয়োগকারীদের মনযোগ বেড়েছে। মনযোগ বৃদ্ধি করে এই তিন খাতের শেয়ারে বিনিয়োগ বৃদ্ধি করছে বিনিয়োগকারীরা। যার কারণে এই তিন খাতের বেশিরভাগ কোম্পানিরই শেয়ারদর বৃদ্ধি পাচ্ছে। এই তিন খাতের মধ্যে রয়েছে বিমা খাত, তথ্যপ্রযুক্তি খাত এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাত। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এই তিন খাতের মধ্যে আজ সবচেয়ে বেশি কোম্পানির শেয়ারদর বেড়েছে বিমা খাতের। আজ এই খাতের ৫৭টি কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৫০টির। যা বিমা খাতের মোট কোম্পানির প্রায় ৮৮ শতাংশ। বাকি ৭টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

আজ এখাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩১ কোটি ৮০ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ২২.৯২ শতাংশ। এতে করে আজ বিমা খাত লেনদেনেও সবগুলোর খাতের উপরে অবস্থান করছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬৫ লাখ টাকার।

আজ ডিএসইর শেয়ারদর বৃদ্ধির শীর্ষ তালিকায় ১০টি কোম্পানির মধ্যে ৬টিই বিমা খাতের। এই ছয় কোম্পানির মধ্যে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে, তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আজ শেয়ারদর বেড়েছে ৭টি কোম্পানির। যা এই খাতের মোট কোম্পানির ৬৩.৬৪ শতাংশ। আর তিনটি কোম্পানির শেয়ারদর কমলেও অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ার।

আজ এই খাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৫ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৬.৭৫ শতাংশ। এতে করে আজ তথ্যপ্রযুক্তি খাত লেনদেনে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬৫ লাখ টাকার।

এছাড়াও, আজ খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২০টি কোম্পানির মধ্যে আজ শেয়ারদর বেড়েছে ১০টি কোম্পানির। যা এই খাতের মোট কোম্পানির ৫০ শতাংশ। আর ৬ কোম্পানির শেয়ারদর কমলেও অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ার।

আজ এই খাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ১১৭ কোটি ০১ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ২০.৩৪ শতাংশ। এতে করে আজ খাদ্য ও আনুষাঙ্গিক খাত লেনদেনে ২য় স্থানে অবস্থান করছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬৫ লাখ টাকার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ লেনদেনে প্রথম ভাগে ৩টি বিমার শেয়ার সার্কিট ব্রেকারের সবোচ্চ দরে ওঠে হল্টেড হয়ে যা। শেয়াগুলো হলো- ইস্টার্ন, ক্রিস্টাল ও কন্টিনেন্টাল ইন্সুরেন্স। এছাড়া, আরও ৪-৫টি বিমার শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরের কাছাকাছি লেনদেন হয়।

তবে লেনদেনের শেষভাগে বড় বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে ইস্টার্ন ইন্সুরেন্স ছাড়া বাকি সবগুলো বিমার শেয়ার পেছনে টার্ন নেয়। পাশাপাশি এই সময়ে অন্যান্য বিমার শেয়ারেও বড় বিনিয়োগকারীদের মুনাফা তুলতে দেখা যায়। যার কারণে শেষবেলায় প্রায় সব বিমার শেয়ারদরই পিছুটানে মোড় নেয়।

শেয়ারনিউজ, ০৩ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে