ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

আগস্ট মাসে সর্বোচ্চ মুনাফায় আট কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৩ সেপ্টেম্বর ০১ ১৫:২৩:২১
আগস্ট মাসে সর্বোচ্চ মুনাফায় আট কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির বিনিয়োগকারীরা বিদায়ী মাসে অর্থাৎ আগস্ট মাসে সর্বোচ্চ মুনাফায় রয়েছে। গেলো মাসে কোম্পানিগুলোর শেয়ারদর সর্বোচ্চ ৩১ শতাংশ থেকে সর্বনিন্ম ১২ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে করে কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা আগস্ট মাসে সর্বোচ্চ মুনাফায় রয়েছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই আট কোম্পানির মধ্যে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার, এমবি ফার্মা, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল, এসকে ট্রিমস, মেঘনা পেট, সোনালী পেপার এবং ফু ওয়াং ফুডস লিমিটেড।

জানা গেছে, এই আট কোম্পানির মধ্যে আগস্ট মাসে সর্বোচ্চ শেয়ারদর বেড়েছে ড্যাফোডিল কম্পিউটারের। বিদায়ী মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ টাকা ৪০ পয়সা বা ৩০.৯১ শতাংশ। আগস্ট মাসে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছিল ৬৬ টাকায়। একমাসে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৮৬ টাকা ৪০ পয়সায়।

এমবি ফার্মার শেয়ারদর বেড়েছে ১৩১ টাকা ২০ পয়সা বা ২৫ শতাংশ। আগস্ট মাসে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছিল ৫২৪ টাকা ৮০ পয়সায়। একমাসে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৬৫৬ টাকায়।

মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা বা ১৯.৫৯ শতাংশ। আগস্ট মাসে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছিল ৩৪ টাকা ২০ পয়সায়। একমাসে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা ৯০ পয়সায়।

এছাড়াও, এমারেল্ড অয়েলের শেয়ারদর বেড়েছে ২৭ টাকা ৯০ পয়সা বা ১৯.৩৯ শতাংশ, এসকে ট্রিমসের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ১৩.২৮ শতাংশ, মেঘনা পেটের শেয়ারদর বেড়েছে ৪ টাকা বা ১২.৩৫ শতাংশ, সোনালী পেপারের শেয়ারদর বেড়েছে ৭৫ টাকা ১০ পয়সা বা ১২.২১ শতাংশ এবং ফু ওয়াং ফুডের শেয়ারদর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ১২.১৫ শতাংশ।

শেয়ারনিউজ, ০১ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে