ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

জ্বলে উঠেছে বিমা খাত

২০২৩ আগস্ট ৩০ ১৭:১৮:১০
জ্বলে উঠেছে বিমা খাত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে অন্যতম বিমা খাতে। বেশ কিছুদিন নিন্মমূখী বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ারদর নিন্মমূখী থাকলেও আজ জ্বলে উঠেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৮ শতাংশই বিমা খাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৩টি কোম্পানি। এই কোম্পানিগুলোর মধ্যে ৭৩টির শেয়ারদর বাড়লেও কমেছে ৭৪টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানির শেয়ার। এরমধ্যে বেশিরভাগই ফ্লোর প্রাইসে অবস্থান করছে।

আজ বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। যা বিমা খাতের মোট কোম্পানির ৫০ শতাংশ। আজ এই খাতে শেয়ারদর কমেছে ১১টি বা ২৮ শতাংশের। আর শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ১৫টি বা ২৬ শতাংশের।

বিমা খাতের কোম্পানিগুলোর আজ মোট ৪৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১২.৭৯ শতাংশ।আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৪০ লাখ টাকার।

শেয়ারনিউজ, ৩০ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে