ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

লেনদেনের ২৫ শতাংশই খাদ্য খাতের দখলে

২০২৩ আগস্ট ২৯ ১৮:১৬:৩৪
লেনদেনের ২৫ শতাংশই খাদ্য খাতের দখলে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে একটি খাদ্য খাত। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোট লেনদেনের ২৫ শতাংশই এই খাতের দখলে রয়েছে। এতে করে আজ ডিএসইর লেনদেনে নেতৃত্ব দিয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাত। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ এই খাতের কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ৮৭ কোটি ৫০ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ২৫ শতাংশ। আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৫৩ লাখ টাকার।

আজ খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২০টি কোম্পানির মধ্যে ৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। শেয়ারদর কমেছে ৫টি কোম্পানির। আর শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির।

এছাড়াও, আজ লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। আজ এই খাতের কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮০ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ১০.৫২ শতাংশ। আর ফার্মা খাতের কোম্পানিগুলোর শেয়ার ২৭ কোটি ৭০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৭.৯২ শতাংশ।

শেয়ারনিউজ, ২৯ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে