ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই কোম্পানির ক্যাটাগরির অবনতি

২০২৩ আগস্ট ২৯ ১৬:৪৬:১০
দুই কোম্পানির ক্যাটাগরির অবনতি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। গত বছরের তুলোনায় ডিভিডেন্ড কম দেওয়ায় কোম্পানিগুলোর ক্যাটাগরীর অবনতি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটির মধ্যে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। আর ‘বি’ ক্যাটাগরির অধীনে ২৯ আগস্ট, ২০২৩ (মঙ্গলবার) থেকে এই কোম্পানির শেয়ার লেনদেন হবে।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। আর ‘বি’ ক্যাটাগরির অধীনে ২৯ আগস্ট, ২০২৩ (মঙ্গলবার) থেকে এই কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।

শেয়ারনিউজ, ২৯ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে