ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

২৬ মিউচ্যুয়াল ফান্ডের ১৩৬ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

২০২৩ আগস্ট ২৩ ১৩:৫৫:১৮
২৬ মিউচ্যুয়াল ফান্ডের ১৩৬ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৬ মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরফলে এই ২৬টি ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য মধ্যে ১৩৬ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড ঘোষণা করা ফান্ডগুলোর মধ্যে ২২টি ফান্ডের মুনাফা বেড়েছে। আর চারটি ফান্ডের লোকসান হয়েছে। তবে লোকসান হলেও চারটি ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য ২৭ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৭৪১ টাকা বিতরণ করবে।

অন্যদিকে, মুনাফা হওয়া ২২টি ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য এবছর ১২০ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৫৮৩ টাকা বিতরণ করবে।

ফান্ডগুলোর মধ্যে ইউনিটহোল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ডিভিডেন্ড বিতরণ করবে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ৮ কোটি ৫৩ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা লোকসান স্বত্বেও ইউনিটহোল্ডারদের মধ্যে ৩৮ কোটি ৮০ লাখ ৭৩ হাজার ৫১৪ টাকা বিতরণ করবে।

দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ৯১২ টাকার ডিভিডেন্ড বিতরণ করবে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। সমাপ্ত অর্থবছরে ফান্ডটির মুনাফা হয়েছে ৫ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৩২৫ টাকা।

আর তৃতীয় সর্বোচ্চ ১৫ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৩৩৭ টাকা ইউনিটহোল্ডারদের মধ্যে বিতরণ করবে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সমাপ্ত অর্থবছরে ফান্ডটির লোকসান হয়েছে ৩ কোটি ৩ লাখ ৫৮ হাজার ৬৬৭ টাকা।

আর ইউনিটহোল্ডারদের মধ্যেসবচেয়ে কম ডিভিডেন্ড অর্থাৎ ৭ লাখ ২৯ হাজার ৪৪৫ টাকা বিতরণ করবে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। সমাপ্ত অর্থবছরে এই ফান্ডটির মুনাফা হয়েছে ৬৫ লাখ ৬৫ হাজার ৫ টাকা।

অন্যান্য ফান্ডের মধ্যে এবি ব্যাংক ফার্স্ট ১ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার ৪২৩ টাকা, গ্রামীণ ওয়ান স্কিম টু ১১ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার ৫৩৬ টাকা, পুলার লাইফ ৭ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ২৫৬ টাকা, পিএইচপি ফার্স্ট ৫ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৬৫২ টাকা, আইসিবি অগ্রণী ব্যাংক ৪ কোটি ৯০ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ৪ কোটি ৫০ লাখ টাকা, এক্সিম ব্যাংক ফার্স্ট ৪ কোটি ২৯ লাখ ৭৬ হাজার ৯০২ টাকা, এমবিএল ফার্স্ট ৪ কোটি ২৫ লাখ টাকা, সিএপিএম আইবিবিএল ইসলামিক ৪ কোটি ১ লাখ ১২ হাজার ১০০ টাকা, ডিবিএইচ ফার্স্ট ৩ কোটি ৬০ লাখ টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্স ৩ কোটি ২ লাখ ২৫ হাজার টাকা, সিএপিএম বিডিবিএল ৩ কোটি ৭৮ হাজার ৬০০ টাকা, আইসিবি এএমসিএল তৃতীয় ৩ কোটি টাকা, আইএফআইএল ইসলামিক ৩ কোটি টাকা, প্রাইম ব্যাংক ফার্স্ট ৩ কোটি টাকা, আইসিবি সোনালী ব্যাংক ২ কোটি ৫০ লাখ টাকা, এসইএমএল লেকচার ২ কোটি ৫০ লাখ টাকা, আইসিবি এমপ্লয়েজ ২ কোটি ২৫ লাখ টাকা, গ্রীণডেল্টা ২ কোটি ২৫ লাখ টাকা, ফনিক্স ফাইন্যান্স ১ কোটি ৮০ লাখ টাকা, আইসিবি এএমসিএল ১ কোটি ৫০ লাখ টাকা এবং এআইবিএল ফার্স্ট ৬০ লাখ টাকা বিতরণ করবে।

শেয়ারনিউজ, ২৩ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে