ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বকাপে বাংলাদেশের বড় সুযোগ দেখছেন ম্যাককালাম

২০২৩ আগস্ট ২৩ ১৩:২৫:৫০
বিশ্বকাপে বাংলাদেশের বড় সুযোগ দেখছেন ম্যাককালাম

নিজস্ব প্রতিবেদক : ওয়ানডে বিশ্বকাপে ফেভারিটের তালিকার ওপরের দিকে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের কোচ ও নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম বলছেন, এবার বিশ্বকাপে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

সম্প্রতি বাংলাদেশের সম্ভাবনা নিয়ে টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে ব্রেন্ডন ম্যাককালাম এই কথা বলেন।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের ১৩তম এই আসরে বাংলাদেশ ক্রিকেট দলের ভালো করার সুযোগ রয়েছে। সেটি বিশ্ব ক্রিকেটও জানে। ম্যাককালাম বলেছেন, 'এই বিশ্বকাপে চারটি দল বেছে নিতে বললে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কথাই সামনে আসে। তবে আমি মনে করি এর বাইরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের অনেক ভালো করার সুযোগ রয়েছে। এই দুইদল ভালো করলে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে।’

এবারের বিশ্বকাপ বসবে ভারতের মাটিতে। তাই ম্যাককালাম সেই বিষয়টিও মাথায় রেখেছেন।

ভারতের বিষয়ে তিনি বলেছেন, ‘স্বাগতিক হিসেবে তারা এগিয়ে থাকবে। এছাড়া ভারত খুব শক্তিশালী দল। বুমরাহ দলে ফিরেছেন। সবমিলিয়ে ওরা এগিয়ে রয়েছে। ফলে ভারত নিজেদের টিকিয়ে রাখার সব ব্যবস্থাই করে রেখেছে।’

শেয়ারনিউজ, ২৩ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে