ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ন্যাশনাল ব্যাংকের সভায় অংশ নিতে পারবেন না রন হক সিকদার

২০২৩ আগস্ট ২০ ০৬:৫০:০৩
ন্যাশনাল ব্যাংকের সভায় অংশ নিতে পারবেন না রন হক সিকদার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কোন সভায় আপাতত যোগ দিতে পারবেন না ব্যাংকটির পরিচালক রন হক সিকদার।

বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে রন হক সিকদারকে ব্যাংকের সভায় যোগ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। তিনি ব্যাংকটির পরিচালক পর্ষদ, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য।

বাংলাদেশ ব্যাংকের গত ২৬ জুলাই দেওয়া চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত রন হক সিকদারের পরিচালক নিযুক্তিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। এই অনুমোদন না দেওয়া পর্যন্ত তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করতে পারবেন না।

এর আগে গত বছরের ২৫ আগস্ট ব্যাংকের ৩৯তম এজিএম অনুষ্ঠিত হয়। এজিএমের আগে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নিয়ম অনুযায়ী তৎকালীন পরিচালক ও হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও পরিচালক মাবরুর হোসেন এবং রন হক সিকদার পদত্যাগ করেন।

পরের দিন এজিএমে ভোটে বাদ পড়েন মোয়াজ্জেম হোসেন ও মাবরুর হোসেন। তবে শেয়ারধারীদের ভোটে নির্বাচিত হয় রন হক সিকদার। আইন অনুযায়ী এজিএমে অনুমোদনের পর কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদন নিতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এখনো তাতে অনুমোদন দেয়নি।

শেয়ারনিউজ, ২০ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে