ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

যে কারণে আগুনের ওপর হাঁটলেন নাঈম

২০২৩ আগস্ট ১৯ ১৯:২৩:০৫
যে কারণে আগুনের ওপর হাঁটলেন নাঈম

ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘদিন ধরেই হাসি নেই জাতীয় দলের ব্যাটার নাঈম শেখের মুখে। জাতীয় দলের জার্সিতে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ নাঈম। সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মত বিগ ইভেন্ট। এর আগেই নিজের মানসিক স্বাস্থ্যের ওপর গুরত্ব দিচ্ছেন এই ব্যাটার। ভালো পারফরম্যান্সের জন্য শরীরের সাথে মনের যে দারুণ সমন্বয় প্রয়োজন তা অনুধাবন করে একজন মাইন্ড ট্রেনারের সাথে নিয়মিত কাজ করছেন তিনি।

মাইন্ড সেশনে এতটাই মানসিকভাবে শক্ত হয়েছেন যে জ্বলন্ত আগুনের উপর দিয়েও হেঁটেছেন অনায়েসেই।

শনিবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তেমন চিত্রই দেখা যায়। ক্যাপশন হিসেবে নাঈম লিখেছেন, ‘তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান থেকে অনুপ্রাণিত। সাবিত ইন্টারন্যাশনালকে ধন্যবাদ।’ মূলত আগুনের ওপর হেঁঠে মানসিক শক্তি বাড়ানোর একটি অনুশীলন এটি।

ভিডিওটির ক্যাপশনে নাঈম জানান, জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবং উইকেটকিপার নুরুল হাসান সোহানের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই এই ধরনের অনুশীলন করেছেন তিনি। মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের উপস্থিতিতে সোহান ও তাসকিন আগুনে হাঁটেন। এই মাইন্ড ট্রেনারকে ধন্যবাদও জানিয়েছেন বাংলাদেশ ওপেনার।

করোনা মহামারির পর থেকেই বাংলাদেশ দলের সঙ্গে সাবিতের সখ্যতা গড়ে ওঠে। এ ট্রেইনারের অধীনে নিজেকে দারুণভাবে বদলে ফেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ পেসারকে দেখেই এই ট্রেইনারের কাছে প্রশিক্ষণ নেন নুরুল হাসান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। সাবিত রায়হানের শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করবেন নাঈম শেখ এমনটাই আশা বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের কাছে।

শেয়ারনিউজ, ১৯ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে