ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সিএপিএম তিন মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য প্রকাশ

২০২৩ আগস্ট ১৮ ১৯:৩৮:৪৬
সিএপিএম তিন মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএপিএম কোম্পানি লিমিটেড পরিচালিত তিনটি মিউচুয়াল ফান্ডের সর্বশেষ সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ফান্ড তিনটি হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল শরীয়াহ মিউচুয়াল ফান্ড ও সিএপিএম ইউনিট ফান্ড।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৭ আগস্ট) লেনদেনশেষে ক্রয় মূল্যে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের এনএভি ছিল ৫৫ কোটি ২ লাখ টাকা। আর বাজার মূল্যে এনএভি ছিল ৭৬ কোটি ২২ লাখ টাকা। অন্যদিকে ক্রয় মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১০ টাকা ৯৮ পয়সা, আর বাজারমূল্যে তা ছিল ১১ টাকা ৫৫ পয়সা।

এদিন লেনদেন শেষে ক্রয় মূল্যে সিএপিএম আইবিবিএল শরীয়াহ মিউচুয়াল ফান্ডের এনএভি ছিল ৭২ কোটি ৪১ লাখ টাকা। আর বাজার মূল্যে এনএভি ছিল ৫৭ কোটি ৮৮ লাখ টাকা। অন্যদিকে ক্রয় মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১০ টাকা ৮৩ পয়সা, আর বাজারমূল্যে তা ছিল ১১ টাকা ৪০ পয়সা।

আর আজ বাজার শেষে ক্রয় মূল্যে সিএপিএম ইউনিট ফান্ডের এনএভি ছিল ১১ কোটি ৪০ লাখ টাকা। আর বাজার মূল্যে এনএভি ছিল ১১ কোটি ৯৩ লাখ টাকা। অন্যদিকে ক্রয় মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১০০ টাকা ৫৮ পয়সা, আর বাজারমূল্যে তা ছিল ১১০ টাকা ৫৫ পয়সা।

এদিকে কোম্পানিটি সিএপিএম ইউনিট ফান্ডের ইউনিট কেনা-বেচার নতুন মূল্য ঘোষণা করেছে। আগামী ২০ তারিখ থেকে পরবর্তী এনএভি প্রকাশ না করা পর্যন্ত ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিট কেনা যাবে ১১০ টাকা ৫৫ পয়সা দরে। আর এ সময়ের মধ্যে কেউ ইউনিট ফেরত দিতে চাইলে তা ১১০ টাকা ১৫ পয়সা দরে দেওয়া যাবে।

শেয়ারনিউজ, ১৮ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে