ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সম্মিলিত ইসলামী ব্যাংক: দুই লাখ করেও টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকরা

২০২৫ ডিসেম্বর ০৯ ১৭:০৩:১৬
সম্মিলিত ইসলামী ব্যাংক: দুই লাখ করেও টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পরও সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা এখনও টাকা তোলার সুবিধা পায়নি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার বিলম্বের কারণে গ্রাহকরা দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত পাওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। চলতি সপ্তাহের বাকি কার্যদিবসেও এ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক আগে থেকেই ঘোষণা দিয়েছিল যে, শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের ৭ ডিসেম্বর থেকে নির্দিষ্ট সীমার মধ্যে টাকা তোলার অনুমতি দেওয়া হবে। কিন্তু প্রয়োজনীয় নির্দেশনা না থাকার কারণে ব্যাংকগুলো কার্যক্রম শুরু করতে পারেনি।

গ্রাহকরা দুই লাখ টাকা পর্যন্ত সুদসহ তুলতে পারবেন। একজন গ্রাহকের একাধিক হিসাব থাকলেও শুধুমাত্র একটি হিসাবের বিপরীতে টাকা তোলা যাবে এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে হিসাব বৈধভাবে খোলা থাকতে হবে। যারা ঋণ নিবেন, তাদের ক্ষেত্রে ঋণ সমন্বয় এবং সুদের হিসাব নতুনভাবে নির্ধারণ করা হবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য দুই লাখ টাকা ফেরত দেওয়ার জন্য প্রায় ১২,৫০০ কোটি টাকা প্রয়োজন, যা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের ওপর নির্ভর করছে। যাচাই-বাছাই শেষে নির্দেশনা জারি করতে কিছুদিন সময় লাগতে পারে। ব্যাংক খাতে আস্থা ফিরতে দেরি হলেও, দুই লাখ টাকার ফেরতের ঘোষণার মধ্য দিয়ে আশার সঞ্চার হবে।

গ্রাহকরা বলছেন, ৭ ডিসেম্বর থেকে শাখায় গিয়ে টাকা তোলা সম্ভব হয়নি। শাহজাহানপুরের শিক্ষক শেফালী আক্তার, ব্যবসায়ী মনির হোসেন এবং টিকাটুলির বাসিন্দা আফিয়া মিমি জানান, বারবার ভিড় করলেও তারা কোনো টাকা তুলতে পারেননি।

মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ইতোমধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানত বীমা তহবিল থেকে আসবে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বলেছেন, নতুন ব্যাংকের লক্ষ্য হলো আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, দুই লাখ টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে