ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হজ ২০২৬-এর ছবি তোলার নিয়ম স্পষ্ট করল সৌদি

২০২৫ ডিসেম্বর ০৯ ১৩:৪৩:৫৮
হজ ২০২৬-এর ছবি তোলার নিয়ম স্পষ্ট করল সৌদি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন হজ ২০২৬ মৌসুমে পবিত্র দুই মসজিদে (মসজিদুল হারাম ও মসজিদে নববী) ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সরকারিভাবে এ ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দপ্তর ও ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলো।

সাম্প্রতিক সময়ে অনলাইনে কয়েকটি পোস্টে দাবি করা হয়, ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে হজের সময় মোবাইল ফোন দিয়ে ছবি বা ভিডিও ধারণও নিষিদ্ধ করা হবে। তবে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়সহ সরকারের কোনো সংস্থা এই তথ্য প্রকাশ বা সমর্থন করেনি।

ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম দ্য ইস্লামিক ইনফরমেশন জানায়, দুই পবিত্র মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা জারি হয়নি; পুরোনো নিয়মই বহাল রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও রমজান মৌসুমকে কেন্দ্র করে প্রায়ই বিভিন্ন ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং যাচাই ছাড়া তা দ্রুত জনপ্রিয়তা পায়। হাজীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—তারা যেন শুধুমাত্র সরকারিভাবে প্রকাশিত বা নির্ভরযোগ্য সূত্রের তথ্যেই আস্থা রাখেন।

তবে অতীতে পেশাদার ক্যামেরা, বড় আকারের ফটোগ্রাফি সরঞ্জাম এবং এমন ছবি তোলা, যা অন্য হাজীদের ইবাদতে বিঘ্ন ঘটায় বা বাণিজ্যিক কাজে ব্যবহারের সম্ভাবনা থাকে—এসব বিষয়ে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করেছিল। ২০১৭ সালে এ ধরনের বিধিনিষেধ আরও কঠোর করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে