ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এক সপ্তাহের ‘শক্তিশালী ভূমিকম্পের’ সতর্কতা জারি

২০২৫ ডিসেম্বর ০৯ ১২:৪৮:০০
এক সপ্তাহের ‘শক্তিশালী ভূমিকম্পের’ সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক : জাপানের উত্তর উপকূলে সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর দেশটিতে এক সপ্তাহের জন্য শক্তিশালী কম্পনের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া সংস্থা এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৫৩ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর আরও কয়েকটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে দুটি ছিল যথাক্রমে ৫.৫ ও ৫.০ মাত্রার।

প্রাথমিকভাবে আওমোরি, ইওয়াতে, হোক্কাইদো, মিয়াগি ও ফুকুশিমা উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে টোকিও কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে। তথ্যানুসারে, সুনামি ঢেউয়ের উচ্চতা ইওয়াতে ৭০ সেন্টিমিটার, হোক্কাইদোতে ৫০ সেন্টিমিটার এবং আওমোরিতে ৪০ সেন্টিমিটার ছিল।

ভূমিকম্পে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি আগুন লাগার ঘটনাও ঘটেছে। তবে আগুনের ঘটনাগুলো ভূমিকম্পের সঙ্গে সম্পৃক্ত কি না তা এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি ভূমিকম্প অনুভূত হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে