ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনে প্রবাসী অংশগ্রহণে ইসির নতুন মাইলফলক

২০২৫ ডিসেম্বর ০৯ ১১:২৯:২৮
নির্বাচনে প্রবাসী অংশগ্রহণে ইসির নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতোমধ্যে ২ লাখ ৭৪ হাজার ৩০৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ২২৭ জন এবং নারী ভোটার ২২ হাজার ৮১ জন। নির্বাচন কমিশনের (ইসি) অ্যাপে সকাল ১০টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে এ তথ্য নিশ্চিত হয়। আজ থেকেই নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো শুরু করবে ইসি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ইসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। এবারই প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

নতুন এই ব্যবস্থায় প্রবাসী, আইনি হেফাজতে থাকা ভোটার এবং ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা অংশ নিতে পারবেন। তাদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, লিবিয়া, হংকং, মরিশাস, উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, ঘানা, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, চিলিসহ ইউরোপ–আফ্রিকার নানা দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করছেন। মোট ৪০টিরও বেশি দেশে এই প্রক্রিয়া সক্রিয় রয়েছে।

ইসি জানায়, অ্যাপের মাধ্যমে যারা নিবন্ধন করছেন, তাদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে। ভোটার ভোট দেওয়ার পর সেটি ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দিতে পারবেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে সংস্থাটি ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে