ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পতনের বাজারেও সাত শেয়ারে ব্যতিক্রমী উচ্ছ্বাস

২০২৫ ডিসেম্বর ০৭ ১৫:০৮:০৭
পতনের বাজারেও সাত শেয়ারে ব্যতিক্রমী উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার শেয়ারবাজার আবারো নিম্নমুখী প্রবণতায় দিন শেষ করেছে। টানা পতনের এই ধারা বিদায়ী সপ্তাহ থেকেও অব্যাহত রয়েছে। তবে সার্বিক বাজার চাপের মধ্যেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেড গ্রুপের কয়েকটি শেয়ারে ব্যতিক্রমী উচ্ছ্বাস দেখা গেছে। সাতটি কোম্পানির শেয়ার সারাদিন জুড়ে বিনিয়োগকারীদের তীব্র আগ্রহে শীর্ষ দাম স্পর্শ করে সার্কিট ব্রেকারে আটকে যায়।

আজ লেনদেনে সর্বোচ্চ দামে হল্ট হওয়া এসব কোম্পানি হলো—ইন্টারন্যাশনাল লিজিং, শ্যামপুর সুগার মিল, জিলবাংলা সুগার মিল, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং ও রিজেন্ট টেক্সটাইল।

সার্বিক বাজারে বিক্রির চাপ থাকলেও এসব জেড গ্রুপ কোম্পানিতে অস্বাভাবিক চাহিদা বিনিয়োগকারীদের নজর কাড়ে। বিশেষ করে কম দামে দীর্ঘদিন স্থির থাকা কোম্পানিগুলোর প্রতি হঠাৎ আগ্রহ বাড়ায় লেনদেনে আলাদা গতি তৈরি হয়। বিশ্লেষকদের মতে, কম দামে ‘স্পেকুলেটিভ ট্রেডিং’ এবং স্বল্পমেয়াদি লাভের প্রত্যাশায় অনেক বিনিয়োগকারী এ ধরনের শেয়ারে ঝুঁকছেন।

বাজার বিশ্লেষকরা আরও মনে করেন, সামগ্রিক পতনের সময় খুচরা বিনিয়োগকারীরা দ্রুত রিটার্নের আশায় ঝুঁকিপূর্ণ শেয়ারগুলোতে আকর্ষিত হন। তবে তারা সতর্ক করে বলেছেন, জেড গ্রুপ বা ঝুঁকিপূর্ণ কোম্পানিতে বিনিয়োগের আগে অবশ্যই আর্থিক অবস্থা ও বাস্তব ঝুঁকি বিবেচনা করা জরুরি।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে