ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা

২০২৫ ডিসেম্বর ০৭ ১১:২২:১৮
সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মোতালেব হোসেন, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এবং এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য।

মোতালেব হোসেন শুক্রবার (৫ ডিসেম্বর) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন দলে সাইফুল ইসলামকে এনেছেন এবং পদ দিয়েছেন, যাঁর সঙ্গে সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বারবার অনুরোধ সত্ত্বেও সারজিস আলম কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি সারজিস আলমকেও এই ঘটনায় জড়িত হিসেবে দেখছেন।

গত ২৯ নভেম্বর কেন্দ্র থেকে সাইফুল ইসলামকে আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। এরপরই অসন্তোষ সৃষ্টি হয় এবং একই কমিটির পাঁচজন সদস্য পদত্যাগ করেন। মোতালেব হোসেন জানান, সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করার কারণে তারা সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে রাজশাহীতে পুরো এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

প্রতিক্রিয়া জানতে শনিবার (৬ ডিসেম্বর) রাতে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। একই সময়ে সারজিস আলমের মুঠোফোন বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে