ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়

২০২৫ ডিসেম্বর ০৭ ১১:০৫:৫৯
যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়

নিজস্ব প্রতিবেদক : আল্লাহ তাআলার এক নাম হলো ‘আল-ওয়াহহাব’ বা মহাদাতা। তাঁর ভাণ্ডারে কোনো কমতি নেই এবং তিনি বান্দাদের দান করতে ভালোবাসেন। ইসলামের সাধারণ বিধান হলো, বান্দা একটি নেক আমল করলে আল্লাহ তার বিনিময়ে কমপক্ষে দশ গুণ সওয়াব দান করেন। (সুরা: আনআম, আয়াত: ১৬০)

কিন্তু হাদিস শরিফে এমন কিছু বিশেষ আমল ও পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বান্দার কষ্ট, ত্যাগ এবং দ্বিমুখী দায়িত্বের কারণে আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করেন। এই আমলগুলো মুমিনের আখিরাতের জন্য বিশেষ সুযোগ।

১. আত্মীয়-স্বজনকে দান করা:সাধারণ গরিবকে দান করলে শুধুই সদকার সওয়াব পাওয়া যায়। কিন্তু নিজের আত্মীয়-স্বজনকে দান করলে দুটি সওয়াব হয়—সদকা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা। (সহিহ মুসলিম, হাদিস: ১০০০)

২. কষ্ট করে কোরআন তিলাওয়াত করা:যারা কোরআন পড়তে গিয়ে তোতলামি করেন বা আটকে যান, তাদের জন্য রয়েছে বিশেষ সওয়াব। একটি সওয়াব তিলাওয়াতের জন্য, আর দ্বিতীয়টি কঠোর প্রচেষ্টার জন্য। (সহিহ বুখারি, হাদিস: ৪৯৩৭)

৩. আল্লাহর হক ও মালিকের হক আদায়:যারা সততার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং আল্লাহর ইবাদতও ঠিকমতো করেন, তাদের জন্য দ্বিগুণ সওয়াব আছে। (সহিহ মুসলিম, হাদিস: ১৫৪)

৪. আহলে কিতাবের ইসলাম গ্রহণ:পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারী ইসলাম গ্রহণ করলে দ্বিগুণ সওয়াব পান। কারণ তারা প্রথমে পূর্ববর্তী নবীর ওপর ঈমান এনেছেন এবং পরে নবী মুহাম্মদ (সা.)-এর ওপর ঈমান এনেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৩০১১)

৫. সত্য সন্ধানী বিচারক বা মুজতাহিদ:যারা জটিল বিষয়ে ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছান, তারা দুটি সওয়াব পান। ভুল হলেও চেষ্টা করার জন্য একটি সওয়াব দেয়া হয়। (সহিহ বুখারি, হাদিস: ৭৫৫২)

৬. নবীপত্নী ও নেককার নারীরা:দ্বিনের পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী নারীরা আল্লাহর বিশেষ সম্মান ও দ্বিগুণ সওয়াবের অধিকারী। (সুরা: আহজাব, আয়াত: ৩১)

৭. ভালো কাজের সূচনা করা:ইসলামে কোনো নতুন ভালো প্রথা বা জনকল্যাণমূলক কাজ শুরু করলে, নিজে আমল করলে সওয়াব পান এবং যারা পরে সেই অনুযায়ী আমল করবে, তাদের সওয়াবও তার জন্য লেখা হবে। (সহিহ মুসলিম, হাদিস: ১০১৭)

উপরোল্লিখিত প্রতিটি আমলে অতিরিক্ত কষ্ট, ধৈর্য বা দ্বিমুখী দায়িত্ব জড়িত। আল্লাহ তাআলা বান্দার এই অতিরিক্ত প্রচেষ্টা বিফলে যেতে দেন না এবং তাদের সওয়াব দ্বিগুণ করে দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে