ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অচল কেন্দ্রীয় ব্যাংক, কোটি টাকার লেনদেনে বড় ধাক্কা

২০২৫ ডিসেম্বর ০৭ ১০:৪৯:৩৭
অচল কেন্দ্রীয় ব্যাংক, কোটি টাকার লেনদেনে বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার রুমে আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় গত বৃহস্পতিবার আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। বিদ্যুৎ চলে যাওয়ার পরও স্বয়ংক্রিয় জেনারেটর সক্রিয় হয়নি, ফলে পুরো সার্ভার সিস্টেম বন্ধ হয়ে যায় এবং দিনের লেনদেন নিষ্পত্তি আটকে পড়ে। এতে সপ্তাহের শেষ দিনে বহু ব্যাংক বিপাকে পড়ে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরবর্তীতে সমস্যাটি সমাধান করা হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সার্ভার রুমে বিদ্যুৎ চলে যায়। নিয়ম অনুযায়ী, জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কথা এবং ততক্ষণ আইপিএস ব্যাকআপ সার্ভারকে সচল রাখে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময় পার হলেও জেনারেটর চালু হয়নি, ফলে সার্ভার সম্পূর্ণ অচল হয়ে পড়ে। গভীর রাত পর্যন্ত লেনদেন নিষ্পত্তি না হওয়ায় এক পর্যায়ে শঙ্কা ছড়িয়ে পড়ে যে এটি হয়তো হ্যাকার হামলার ফল। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ কারিগরি ত্রুটি, কোনো সাইবার আক্রমণ নয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে সিস্টেম শাটডাউন হয়ে কিছু লেনদেন বিঘ্নিত হয়েছিল। পরে সিস্টেম পুনরায় চালু করা হয়েছে। রোববার থেকে লেনদেন স্বাভাবিকভাবে চলবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সার্ভারের মাধ্যমে চার ধরনের আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি হয়—

রিয়েলটাইম গ্রস সেটেলমেন্ট (RTGS)

বাংলাদেশ অটোমেটেড চেক ক্লিয়ারিং হাউস (BACH)

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (EFTN)

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)

সম্প্রতি এনপিএসবির আওতায় এমএফএস, ব্যাংক ও অন্যান্য ডিজিটাল চ্যানেলের ইন্টারঅপারেবল সিস্টেম চালু হয়েছে। গত সেপ্টেম্বরে এসব ব্যবস্থায় মোট লেনদেন ছিল ৮ লাখ ৫৮ হাজার কোটি টাকা; এর মধ্যে একাই আরটিজিএসে ৬ লাখ ২৫ হাজার কোটি টাকা নিষ্পত্তি হয়েছে। তাই এখানে কোনো ত্রুটি হলে লেনদেনে বড় সংকট তৈরি হয়। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত এসব সিস্টেমে নতুন লেনদেন নিষ্পত্তি হয়নি।

সার্ভারের ত্রুটি সারাতে পেমেন্ট সিস্টেম ও আইটি বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা শুক্র ও শনিবার গভীর রাত পর্যন্ত কাজ করেছেন। তবে ছুটির দিন হওয়ায় নতুন লেনদেন আদেশ পাওয়া যায়নি, ফলে সিস্টেম পুরোপুরি সচল হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। রোববার লেনদেন শুরু হলে পরিস্থিতি স্পষ্ট হবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, এ সমস্যার কারণে কারও অর্থ হারানোর ঝুঁকি নেই। তবে পরিশোধ নিষ্পত্তির শেষ তারিখ পড়ায় কিছু লেনদেন বিলম্বিত হওয়ায় কোনো কোনো ব্যাংককে জরিমানার মুখে পড়তে হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ত্রুটি নিয়ে অতীতের ঘটনাগুলোর মধ্যে—

২০২১ সালে বিটিসিএলের লাইন কেটে গেলে কয়েক দিন লেনদেনে বিঘ্ন ঘটে

২০২৩ সালে দুইবার সার্ভার ত্রুটির কারণে আংশিক লেনদেন বাধাগ্রস্ত হয়

তবে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎহীনতার কারণে সার্ভার বন্ধ হওয়ার ঘটনা এ প্রথম।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে