ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাতের অন্ধকারে আকস্মিক কম্পন!

২০২৫ ডিসেম্বর ০৭ ১০:১৫:৫৪
রাতের অন্ধকারে আকস্মিক কম্পন!

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাত এলাকার কাছে শনিবার (৬ ডিসেম্বর) রাতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমির মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের পাহাড়ি ও প্রত্যন্ত এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি হয়নি এবং এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আলাস্কার রাজধানী জুনো থেকে ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে।

কানাডার হোয়াইটহর্স পুলিশ জানিয়েছে, কম্পন অনুভূত হওয়ার পর জরুরি নম্বরে কয়েকটি কল আসে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘর কেঁপে ওঠা ও তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

ভূমিকম্পের পর একই এলাকায় বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে বলেও নিশ্চিত করেছে ইউএসজিএস।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে