ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর গ্রাহকরা যেভাবে টাকা ফেরত পাবেন

২০২৫ ডিসেম্বর ০২ ১৮:৫৯:০৪
‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর গ্রাহকরা যেভাবে টাকা ফেরত পাবেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের পর দেশের সবচেয়ে বড় সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক, ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’, আজ (মঙ্গলবার) থেকে কার্যক্রম শুরু করেছে। প্রধান কার্যালয় স্থাপিত হয়েছে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে।

ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

উদ্যোগটি ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং দীর্ঘদিন আটকে থাকা আমানত ফেরতের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। আগামী সপ্তাহ থেকে গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া শুরু হবে, এরপর বড় অঙ্কের আমানত পর্যায়ক্রমে ফেরতের রোডম্যাপ চূড়ান্ত করা হবে।

পরিশোধিত মূলধন: ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং বাকি ১৫ হাজার কোটি আসছে আমানতকারীদের শেয়ার থেকে।

এ ব্যাংক গঠিত হয়েছে দেশের পাঁচ সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে