ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফেব্রুয়ারির ৮–১২ তারিখের মধ্যেই জাতীয় নির্বাচন

২০২৫ ডিসেম্বর ০২ ১৮:০৭:১০
ফেব্রুয়ারির ৮–১২ তারিখের মধ্যেই জাতীয় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) দুই কমিশনার। মঙ্গলবার (২ ডিসেম্বর) তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

কমিশনারদের ভাষ্য অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এমনকি ৮ তারিখের এক–দু’দিন পরে কিংবা ১২ তারিখের এক–দু’দিন আগেও ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন,“৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট হবে।”

অন্য কমিশনার আব্দুর রহমান জানান, কমিশন কয়েকটি সম্ভাব্য তারিখ নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছে। তিনি বলেন, “আগামী রোববার (৭ ডিসেম্বর) আমাদের বৈঠক রয়েছে। আগামী সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার—এই সময়ের যেকোনো দিন হঠাৎ করেই তফসিল ঘোষণা করতে পারি।”

ইসি–সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ১২ তারিখ বৃহস্পতিবার। এ কারণে মঙ্গলবারের দিকেই নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি।

আনোয়ারুল ইসলাম আরও জানান, যেহেতু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে, তাই গোপন কক্ষ (ভোট কক্ষ) বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে নয় ঘণ্টা করার কথা ভাবছে কমিশন।

এক্ষেত্রে দুটি প্রস্তাব বিবেচনায় রয়েছে—ভোট সকাল ৮টার বদলে ৭টা ৩০ মিনিটে শুরু করা,কিংবা বিকেল ৪টার বদলে ৪টা ৩০ মিনিটে শেষ করা

সংসদ নির্বাচন সামনে রেখে ইসি আগে থেকেই বিভিন্ন প্রস্তুতি শুরু করেছিল। কিন্তু সরকার গণভোটের ঘোষণা দেওয়ায় কিছু অতিরিক্ত প্রস্তুতি নিতে হচ্ছে—অতিরিক্ত ব্যালট পেপার ছাপা, অতিরিক্ত গোপন কক্ষ স্থাপন, বাজেট বৃদ্ধি, লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণ

ইতোমধ্যে ইসি ভোটার তালিকা হালনাগাদ, আইন–বিধি সংশোধন, রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন এবং অধিকাংশ ছাপার কাজ প্রায় শেষ করেছে। এছাড়া অংশীজনদের সঙ্গে সংলাপ এবং আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দফতরের প্রধানদের সঙ্গে দু’দফা বৈঠকও সম্পন্ন হয়েছে। এখন বাজেট অনুমোদনের কাজ চলছে।

ইসি সূত্র নিশ্চিত করেছে, ৭ ডিসেম্বর রোববার কমিশন সভায় নির্বাচনের পুরো সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপর দু’এক দিনের ব্যবধান রেখে বা সপ্তাহের শেষ দিকে তফসিল ঘোষণা করা হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে