ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় টি-২০ ম্যাচটি শেষ, দেখুন ফলাফল

২০২৫ ডিসেম্বর ০২ ১৭:২০:৩১
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় টি-২০ ম্যাচটি শেষ, দেখুন ফলাফল

সরকার ফারাবী: টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য এক বিশেষ পরীক্ষার মঞ্চ। সিরিজে ১-১ সমতা, আর এটিই ছিল অঘোষিত ফাইনাল। চট্টগ্রামে সেই লড়াইয়ে দারুণভাবে উত্তীর্ণ হয়ে সিরিজ জিতল লিটন দাসের দল। আয়ারল্যান্ডকে আগে ১১৭ রানে থামিয়ে ব্যাট হাতে ঝড় তুললেন তানজিদ তামিম। তার ধ্বংসাত্মক ফিফটি এবং পারভেজ ইমনের অপরাজিত ৩৩ রানে ভর করে বাংলাদেশ ৮ উইকেটে জিতে নিল সিরিজ ২-১ ব্যবধানে। ম্যাচ শেষ হয় ৩৮ বল হাতে রেখে।

বাংলাদেশের সহজ রান তাড়া

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল ইতিবাচক। যদিও সাইফ হাসান ও লিটন দাস দ্রুত আউট হন, তবে চাপ নিতে দেননি তানজিদ–ইমন জুটি। দুজনে মিলে তৃতীয় উইকেটে গড়েন ৫০ বলে ম্যাচ জেতানো ৭৩* রানের পার্টনারশিপ।

ওপেনিং জুটিতে ৩৮ রান তোলেন তানজিদ-সাইফ। বাউন্ডারি কম থাকায় ফিল্ডার ছাড়া জায়গা টার্গেট করে দুজনই খেলেন দারুণ কিছু শট। তবে ক্রেইগ ইয়াংয়ের বলে লং-অন এলাকায় ক্যাচ দেন সাইফ (১৪ বলে ১৯)।

পূর্বের ম্যাচে ফিফটি করা লিটন বাউন্ডারি মেরে শুরু করলেও সেট হতে পারেননি। হ্যারি টেক্টরের বলে পুল করতে গিয়ে ধরা পড়েন ডিপ মিড উইকেটে।

কিন্তু তানজিদের ব্যাটে ছিল আগ্রাসী সুর। ১১তম ওভারে গ্যারেথ ডিলানিকে এক চার–দুই ছক্কা মেরে তুলেন ১৭ রান। মাত্র ৩৫ বলে পৌঁছান তার ১১তম টি-টোয়েন্টি ফিফটিতে। তিন ছক্কা ও চারটি চারে অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৫ রানে।

আইরিশ ব্যাটিং ধস

আইরিশদের ব্যাটিং শুরু হয়েছিল উড়ন্ত। স্টার্লিং–টিম টেক্টরের জুটিতে আসে ৩৮ রান। এরপরই ম্যাচে আসে মোড় ঘোরা মুহূর্ত। শরীফুলের দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড হন টিম টেক্টর।

হ্যারি টেক্টর আউট হন এক অদ্ভুত উপায়ে মোস্তাফিজের গুড লেন্থ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে বল আন্ডার-এজ হয়ে স্টাম্পের দিকে গেলে পায়ে ঠেকাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে পড়ে যান এর মধ্যেই লেগে যায় স্টাম্পে।

এরপর শুরু হয় রিশাদ হোসেনের স্পিন ম্যাজিক। ক্যাম্ফারের স্টাম্প উড়িয়ে গুগলিতে নেন তার প্রথম শিকার। এরপর তার গুগলিতেই আউট হন স্টার্লিং, যিনি ২৭ বলে ৩৮ রান করেন। তৃতীয় শিকারে পরিণত করেন ডিলানিকে। ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নিয়ে রিশাদ ছিলেন স্পেলের সেরা।

মোস্তাফিজও ছিলেন দুরন্ত। ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। মার্ক অ্যাডেয়ার ও ম্যাথু হামফ্রিসকে ফেরান একই ওভারে। দুজনই ক্যাচ দেন তানজিদ তামিমকে।

তানজিদের দিনটা বিশেষ ছিল ফিল্ডিংয়েও পুরো ইনিংসে মোট ৫টি ক্যাচ ধরেছেন তিনি। যা আইসিসির পূর্ণ সদস্য দেশের কোনো ক্রিকেটারের এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডে প্রথম।

সাইফউদ্দিনের হতাশা

ম্যাচে বাংলাদেশের একমাত্র দুশ্চিন্তার জায়গা ছিল মোহাম্মদ সাইফউদ্দিন। নতুন বলে স্লোয়ার করার চেষ্টা, টেনিস বলের মতো বাউন্সারে রান দেওয়া সব মিলিয়ে ২ ওভারে ১৯ রান দিয়ে ব্যয়বহুল হয়ে পড়েন। ফলে লিটন বাধ্য হন সাইফ হাসানকে বল হাতে টানতে। সেই দুই ওভারে মাত্র ৮ রান দিয়ে দলকে চাপমুক্ত রাখেন সাইফ।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে