ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানকে নিয়ে ইসির এমন মন্তব্যে রীতিমতো তোলপাড়

২০২৫ ডিসেম্বর ০২ ১৫:৩৫:২৪
তারেক রহমানকে নিয়ে ইসির এমন মন্তব্যে রীতিমতো তোলপাড়

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো বাংলাদেশের কোনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন, এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে তিনি বলেছেন, আইন অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করলে তারেক রহমান চান তো নির্বাচনে ভোট দিতে পারেন এবং প্রার্থীও হতে পারেন।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন—“তারেক রহমান আমার জানা মতে এখনো ভোটার হননি। তবে আবেদন করলে এবং কমিশন চাইলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন, এমনকি প্রার্থীও হতে পারবেন।”

সচিব বলেন, “এ বিষয়ে আইনে স্পষ্ট নির্দেশনা আছে। কমিশন চাইলে সিদ্ধান্ত দিতে পারে। আপনারা ভোটার তালিকা নিবন্ধন আইনটি দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন।”তবে কোন ধারার ভিত্তিতে সুযোগ দেওয়া যাবে—সাংবাদিকেরা জানতে চাইলে তিনি জানান, ধারাগুলো তার মুখস্ত নেই।

আইন অনুযায়ী, কেউ ভোট দিতে বা প্রার্থী হতে চাইলে তাকে—বাংলাদেশে ঠিকানা অনুযায়ী ভোটার তালিকায় নিবন্ধনের জন্য আবেদন করতে হবে,প্রয়োজনীয় নথিপত্র ও প্রক্রিয়া সম্পন্ন হলে নির্বাচন কমিশন বিবেচনাপূর্বক সিদ্ধান্ত নেবে।

বর্তমানে লন্ডনে অবস্থানরত তারেক রহমান অনলাইনে বা দূতাবাসের মাধ্যমে আবেদন করলে আইনগতভাবে বিষয়টি কমিশন যাচাই করতে পারে। তারেক রহমানের ভোটার হওয়া, দেশে ফেরা, এবং নির্বাচনে অংশগ্রহণ—সবকিছুই দীর্ঘদিন ধরে রাজনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে