ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বার্ষিক পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে শিক্ষা উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি

২০২৫ ডিসেম্বর ০২ ১২:৩৬:১৯
বার্ষিক পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে শিক্ষা উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বার্ষিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকে ‘সরকারি আচরণবিধি লঙ্ঘন’ বলে কঠোর মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—পরীক্ষা বন্ধের সঙ্গে জড়িত শিক্ষকরা শাস্তির সম্মুখীন হবেন।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,“মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আন্দোলনের নামে যা করছেন, তা সরকারি আচরণবিধি লঙ্ঘনের শামিল। সরকার এখানে অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে। নিয়মভঙ্গ করলে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।”

অধ্যাপক আবরার জানান, বার্ষিক পরীক্ষায় চলমান অনিয়ম—কোথাও পরীক্ষা হচ্ছে, কোথাও হচ্ছে না—এটি ‘চরম অনভিপ্রেত’। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও অভিভাবকদের চাপ বিবেচনায় কোনো ধরনের আপস না করার ঘোষণা দেন তিনি।

তিনি বলেন,“পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি হচ্ছে। পরীক্ষা অবশ্যই অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।”

সোমবার সন্ধ্যায় দেশের সব জেলা প্রশাসকের সঙ্গে ভার্চ্যুয়ালি কথা বলেন শিক্ষা উপদেষ্টা। জেলা প্রশাসকদের বরাতে তিনি জানান—শিক্ষার্থী ও অভিভাবকেরা পরীক্ষা দিতে আগ্রহী কিন্তু শিক্ষকদের একটি অংশ পরীক্ষায় অনীহা দেখাচ্ছেন এ বিষয়টিকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

কঠোর হুঁশিয়ারি দিয়ে অধ্যাপক আবরার বলেন—“শিক্ষকরা আগামীকাল থেকেই পরীক্ষায় অংশ নেবেন। অন্যথায় তারা শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হবেন—এ বিষয়ে সরকার খুবই কঠোর।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে