ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডাকসু নেতা আবিদের বিস্ফোরক দাবি

২০২৫ ডিসেম্বর ০২ ১০:৫৫:১৮
ডাকসু নেতা আবিদের বিস্ফোরক দাবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আবিদ দাবি করেছেন, অনলাইনে অপপ্রচার ও হয়রানির বড় উৎস হলো বট-আইডি। সোমবার রাতের নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, যারা ডিবি অফিসে অভিযোগ নিয়ে যান, তাদের ফোনে থাকা এসব বট-আইডি যদি তদন্তের সময় বন্ধ করা হতো, তাহলে দেশের অর্ধেক অনলাইন হ্যারাসমেন্ট থেমে যেত।

আবিদ আরও মন্তব্য করেন, “দেশে সাইবার আইন কার্যকরভাবে চালু থাকলে, ডিবিতে যাওয়া ব্যক্তিদের ফোন পরীক্ষা করলেই অপপ্রচার ও ঘৃণা ছড়ানোর কারণে অনেকে গ্রেপ্তার হতো।” তাঁর এই মন্তব্য আসে ডাকসু সহসভাপতি সাদিক কায়েমের অভিযোগের প্রেক্ষিতে। সাদিক সোমবার বিকেলে ডিবি অফিসে গিয়ে অনলাইনে অপপ্রচারের শিকার হওয়া বিষয়টি জানিয়ে ১১টি ফেসবুক পেজ ও আইডির তালিকা জমা দেন।

সাদিক যে পেজ ও আইডিগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছেন, সেগুলো হলো— ডাকসু কণ্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders, ইয়ার্কি এবং তিনটি ব্যক্তিগত আইডি: এনামুল হক শান্ত, আশিকুর রহমান এবং সাইফ আল মাহমুদ। অভিযোগের পর সাদিক জানান, “আমি যে পেজগুলো উল্লেখ করেছি, সেগুলোর প্রত্যেকটির সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। এ বিষয়ে ডিবির সাইবার টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং তারা বিআরটিসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।”

অনলাইন অপপ্রচার, বট-আইডি সক্রিয়তা এবং রাজনৈতিক শাখাগুলোর ডিজিটাল কর্মকাণ্ড— সব মিলিয়ে বিষয়টি ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে