ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনে না যাওয়ার তিন কারণ জানালেন সড়ক উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ০২ ১০:৩০:০২
নির্বাচনে না যাওয়ার তিন কারণ জানালেন সড়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন কি না—এ বিষয়ে নিজেই স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সোমবার (১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছি না, কেন?”—এ প্রশ্নের জবাবে তিনি জানান যে, বহুদিন ধরে সন্দ্বীপ থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে তাকে অনুরোধ জানানো হচ্ছে।

এমনকি রোববার সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায়ও তাকে প্রার্থী হওয়ার অনুরোধ করা হয় এবং কয়েকজন সম্ভাব্য প্রার্থী জানিয়েছেন, তিনি প্রার্থী হলে তারা সরে দাঁড়াবেন। তবে তিনি স্পষ্টভাবে জানান, জনপ্রতিনিধি হওয়া গৌরবের বিষয় হলেও তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে তিনি কখনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, ফলে হঠাৎ করে রাজনৈতিক ব্যক্তিদের জায়গা দখল করতে চান না এবং নির্দলীয় মানুষ হিসেবেই তার জীবন কাটাতে চান।উপদেষ্টা হিসেবে তিনি নিরপেক্ষতার শপথে আবদ্ধ, তাই এই অবস্থানে থেকে প্রার্থী হওয়া সমীচীন নয়। এছাড়া তিনি মনে করেন, উপদেষ্টা হিসেবে সন্দ্বীপে যে উন্নয়নমূলক কাজ করেছেন, তা ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য ব্যবহার করা স্বার্থের সংঘাত তৈরি করবে। তার বয়সও সংসদ সদস্য হওয়ার জন্য উপযোগী নয় বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, তরুণ, মেধাবী, সৎ এবং সন্দ্বীপকে ভালোবাসেন এমন কাউকে জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়া উচিত এবং স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জনগণ যাকে বেছে নেবেন, তিনি যে দলেরই হোন না কেন, সবাই তার পাশে দাঁড়ানো উচিত।

পোস্টের শেষ অংশে তিনি উল্লেখ করেন যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি তরুণ প্রজন্মকে রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করেছেন এবং জনগণের ভালোবাসা ও আস্থায় তিনি কৃতজ্ঞ। সঙ্গে তিনি নিজে ও তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে