ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৭৬টি কম্পনের পর ভূমিকম্পের চরম সতর্কতা

২০২৫ ডিসেম্বর ০২ ১০:২৪:৪৪
৭৬টি কম্পনের পর ভূমিকম্পের চরম সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : ঘন ঘন মৃদু ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ঢাকাসহ গোটা দেশের জন্য জারি হয়েছে সতর্কতা, কারণ বিশেষজ্ঞদের মতে বর্তমানে বাংলাদেশের ভূগর্ভস্থ ভূ-প্রাকৃতিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের দাবি রাখে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালেই দেশে ও পার্শ্ববর্তী অঞ্চলে মোট ৭৬টি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে সোমবার রাতে ৪.৯ মাত্রার কম্পন আতঙ্ক বাড়িয়েছে আরও একধাপ। উদ্বেগের বিষয় হলো—কিছু ভূমিকম্পের উৎপত্তি দেশের ভেতরেই ঘটছে, যেমন ২১ নভেম্বর নরসিংদীতে শনাক্ত হওয়া ইন্ট্রাপ্লেট ইভেন্ট, যা ভূতাত্ত্বিকভাবে নতুন সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক এ কে এম শাকিল নেওয়াজের মতে, অঞ্চলে জমে থাকা টেকটোনিক চাপ বড় মাত্রার একটি 'মেইন শক' তৈরি করতে পারে, যার শক্তি রিখটার স্কেলে ৭.৮ বা তার চেয়েও বেশি হতে পারে—তবে এটি সম্ভাব্যতার ভিত্তিতে দেওয়া বিশেষজ্ঞ মূল্যায়ন, নিশ্চিত পূর্বাভাস নয়। জিপিএস পরিমাপ বলছে দেশের কিছু প্রধান ফল্টলাইন প্রতি বছর কিছু মিলিমিটার করে সরে যাচ্ছে, যা ভবিষ্যতে বড় কম্পনের ঝুঁকি বাড়াতে পারে।

সিলেট–ময়মনসিংহ–সুনামগঞ্জের দৌকি ফল্ট, ঢাকা–টাঙ্গাইলের মধুপুর ফল্ট এবং চট্টগ্রাম–উপকূলীয় অঞ্চলের চট্টগ্রাম–মিয়ানমার ফল্টকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যথাযথ পর্যবেক্ষণ, ভবন নির্মাণে নিয়ম মানা এবং জনসচেতনতা জোরদার না হলে পরিবহন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো বড় ক্ষতির মুখে পড়তে পারে। তারা মনে করিয়ে দেন, ভূমিকম্প পূর্বাভাস নির্দিষ্টভাবে দেওয়া সম্ভব নয়; তবে ঝুঁকির বৈজ্ঞানিক বিশ্লেষণই দুর্যোগ প্রস্তুতি ও ক্ষতি কমানোর প্রধান পথ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে